আজকাল ওয়েবডেস্ক: রবিবারই ফের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে বিরাট কোহলি ও রোহিত শর্মার। পারথের অপটাস স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি ভারত–অস্ট্রেলিয়া। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফের টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে রো–কো জুটিকে।
এদিকে, সিরিজ শুরুর আগে বিতর্ক বাড়িয়ে তুলেছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার। এখনও বলা যায় ২০২৭ বিশ্বকাপ পাখির চোখ এই দুই ক্রিকেটারের। কিন্তু তখন রোহিতের বয়স হবে ৪০। বিরাটের ৩৮। ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন উঠবেই। আগরকার বলেছেন, ‘ওরা অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে আছে। ওরা দু’জনেই অসাধারণ প্লেয়ার। কিন্তু দু’বছর পর কী পরিস্থিতি হবে এখনই বলা কঠিন। কে জানে, নতুন প্লেয়াররা এসে ওদের জায়গা দখল করে নেবে কি না। দুজনেই ভাল প্লেয়ার, প্রতি ম্যাচে ওদের পরীক্ষা দিতে হবে না। আবার এটা ভাবলেও ভুল হবে, অস্ট্রেলিয়া সফরে তিনটি সেঞ্চুরি করলেই ২০২৭–র বিশ্বকাপে খেলবে। আমাদের সব পরিস্থিতি ভেবে দেখতে হবে।’
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর গৌতম গম্ভীরও একই সুরে বলেছিলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপ এখনও আড়াই বছর দূরে। আমার মতে, বর্তমান সময়ে থাকাটাই ভাল। সেটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ। এটা ঠিক যে, বিরাট ও রোহিত খুব ভাল প্লেয়ার। অস্ট্রেলিয়ার ওদের অভিজ্ঞতা কাজে লাগবে। আশা করি, দু’জনেই অস্ট্রেলিয়ায় সফল হবে।’ এবার আগরকারও বলছেন, সেঞ্চুরি করলেই জায়গা নিশ্চিত নয়।
আরও পড়ুন: এই রেকর্ড নেই শচীন বা বিরাটেরও, যা করে দেখালেন এই ২৪ বছরের তরুণ
এদিকে, দলে সুযোগ না পেয়ে তোপ দেগেছেন মহম্মদ সামি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর জাতীয় দলে ফেরা হয়নি সামির। চোটও ছিল। তবে তিনি এখন সুস্থ হয়ে রঞ্জি খেলছেন। আগরকার বলেছেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে আমরা বলেছিলাম যদি সামি ফিট থাকে, তাহলে দলে জায়গা পাবে। দুর্ভাগ্যজনকভাবে ও ফিট ছিল। আমাদের ঘরোয়া মরশুম সদ্য শুরু হয়েছে। আমরা দেখব ও যথেষ্ট ফিট কি না। আরও কয়েকটা ম্যাচ দেখতে চাই। কিন্তু গত ৬–৮ মাসে ছবিটা এরকম ছিল না। অস্ট্রেলিয়া সফরে আমরা ওকে মরিয়া হয়ে দলে নিতে চেয়েছিলাম। কিন্তু ওর ফিটনেস সেরকম নয়। যদি আগামী কয়েকমাস ফিট থাকতে পারে, তাহলে গল্পটা অন্যরকম হতে পারে।’
সামির কটাক্ষ নিয়ে আগরকার বলেছেন, ‘যদি এটা সামি আমাকে উদ্দেশ্য করে বলে, তাহলে নিশ্চয়ই উত্তর দেব। ও এখানে থাকলে তাই করতাম। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যা ঘুরছে, তা নিয়ে আমি নিশ্চিত নই। আমি হয়তো তাহলে ওকে ফোন করতাম। অনেককেই এরকম করি। আমার সঙ্গে ওর গত কয়েকমাসে কথা হয়েছে। কিন্তু আমি এখানে কাউকে হেডলাইন দিতে আসিনি।’
