আজকাল ওয়েবডেস্ক: লখনউ ম্যাচে হারের পর ইডেনের পিচ নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার ইডেনে লখনউয়ের কাছে চার রানে হেরে যায় কলকাতা। ইডেনে তিন ম্যাচ খেলে কেকেআরের জয় মাত্র এক ম্যাচে।
আরসিবি ম্যাচে হারের পরেই ইডেনের পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। বলেছিলেন, ‘ঘরের মাঠে কেন সুবিধাজনক উইকেট পাব না।’ ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জির সঙ্গে প্রায় সরাসরি সংঘাতের জায়গায় চলে গিয়েছিল ব্যাপারটি। সুজনও জানিয়েছিলেন, ‘বোর্ডের নির্দেশ অনুযায়ী উইকেট তৈরি করা হয়েছে।’
লখনউ ম্যাচে হারের পর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেকেআর টিম ম্যানেজমেন্টের এক সদস্যর সঙ্গে নাকি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের এক কর্তার কথা হয়েছে। সেখানে নাকি কেকেআর অফিসিয়াল বলেছেন, ‘সিএবি হয়ত খুশি কেকেআর হারছে বলে। পিচ কিউরেটরকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া উচিত।’
এবার অবশ্য অনেক ফ্রাঞ্চাইজিই হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না বলে দাবি করেছে। লখনউ–পাঞ্জাব ম্যাচের পর লখনউয়ের মেন্টর জাহির খান মজার ছলে বলেছিলেন ‘মনে হচ্ছে পাঞ্জাবের পিচ কিউরেটর একানা স্টেডিয়ামের উইকেট তৈরি করেছে।’
দল হারলেও রাহানে কিন্তু ভাল খেলছেন। রীতিমতো আক্রমণাত্মক ইনিংস খেলে যাচ্ছেন। ভারতীয় দলে কামব্যাক প্রসঙ্গে রাহানে বলেছেন, ‘নিজের খেলাটা উপভোগ করছি। ইডেনে খেলাটা বরাবরই স্পেশাল। নিজের ব্যাটিং উপভোগ করছি। এর বেশি এখন আর ভাবতে রাজি নই।’
