আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে কটাক্ষ করে একটি পোস্টের জন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল কংগ্রেসের মুখপাত্র শামা মহম্মদকে। এবার ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামিকে ঘিরে বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রমজান মাসে রোজা না রাখার কারণে নেটমাধ্যমে শামিকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় ম্যাচ চলাকালীন এনার্জি ড্রিঙ্ক পান করার ছবি ভাইরাল হওয়ার পর বিতর্কের সূত্রপাত হয়।
তবে শামির পক্ষ নিয়ে শামা মহম্মদ বলেন, ‘ইসলামের নিয়ম অনুযায়ী ভ্রমণের সময় রোজা রাখা বাধ্যতামূলক নয়। রমজান মাসে ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কেউ ভ্রমণে থাকে, তাহলে তার রোজা রাখা বাধ্যতামূলক নয়। মহম্মদ শামি বর্তমানে ভ্রম করছেন। এমন একটি খেলার সঙ্গে তিনি যুক্ত যেখানে তেষ্টা পাওয়াটা স্বাভাবিক। কেউ জোর করে বলতে পারে না যে খেলা চলাকালীন রোজা রাখতেই হবে। শামার এই বক্তব্যের পর ক্রিকেটপ্রেমীদের একাংশ তার সমর্থনে এগিয়ে আসেন এবং অযথা ধর্মীয় বিতর্ক তৈরি না করার আহ্বান জানান’।
রোজা চলাকালীন এনার্জি ড্রিঙ্ক পান করা নিয়ে অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভী বেরেলভী বেনজির আক্রমণ করেন সামিকে। বলেন, ‘রোজা না রেখে সামি অপরাধ করেছেন। শরিয়তে এটি গ্রহণযোগ্য নয়। তিনি সুস্থ থাকাকালীনও রোজা রাখেননি এবং প্রকাশ্যে জল পান করেছেন, যাতে সমাজের কাছে ভুল বার্তা পৌঁছেছে’। উল্লেখ্য, ইসলামিক ক্যালেন্ডারে নবম মাস রমজান মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র। এই সময়ে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করা হয়, যা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং আত্মসংযম ও আধ্যাত্মিক চিন্তার প্রতীক।
