আজকাল ওয়েবডেস্ক: ৬৪ বছর ১০ মাসের অপেক্ষা। টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড টিম ইন্ডিয়ার। ছয় দশকের পর এই নজির গড়ল ভারতীয় দল। একটি টেস্ট ইনিংসে প্রথম পাঁচ উইকেটের প্রত্যেকটিতে ৫০ এর বেশি রানের পার্টনারশিপ। এর আগে ১৯৯৩ সালে মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েছিল ভারতীয় দল। ২০২৩ সালে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রেকর্ড গড়ে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৬০ সালে এই নজির ছিল অস্ট্রেলিয়ার। গাব্বায় অমীমাংসিত টেস্টে এই রেকর্ড গড়ে অজিরা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শুভমন গিল। আরও একটি শতরান যশস্বী জয়েসওয়ালের। অধিনায়কের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ার আগে ১৭৫ রান করেন বাঁ হাতি ওপেনার। দ্রুত ৩৮ রান কেএল রাহুলের। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন সাই সুদর্শন। ৮৭ রান করে আউট হন। অ্যাঙ্করের ভূমিকা পালন করেন শুভমন গিল। ১২৯ রানে অপরাজিত থাকেন। লাল বলের ক্রিকেটে নিজের দশম শতরান তুলে নেন। দাপুটে ব্যাটিং পারফরম্যান্সে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম টেস্ট জেতে টিম ইন্ডিয়া। ইনিংস এবং ১৪০ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায় ভারত। ২০১৩ থেকে ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় ব্যাটারদের ২৫টি শতরান রয়েছে। এই সময় ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র শতরান রোস্টন চেজের। দু'বার সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।
