আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে নামার আগে চমকে দিল আফগানিস্তান। রশিদ খানরা হারিয়ে দিলেন পাকিস্তানকে। ত্রিদেশীয় টি–টোয়েন্টি টুর্নামেন্টে সলমন আলি আঘার পাক বাহিনীকে ১৮ রানে হারিয়ে দিলেন রশিদ খানরা। যা দেখে অনেকেরই প্রশ্ন, এশিয়া কাপ ট্রফির লড়াইয়ে হয়তো ভারতের ‘প্রধান’ প্রতিপক্ষ আফগানিস্তানই।
এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান ও আফগানিস্তান একটি ত্রিদেশীয় টি–টোয়েন্টি টুর্নামেন্ট খেলছে। মঙ্গলবার শারজায় মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও পাকিস্তান। প্রথমে ব্যাট করে আফগানরা তোলে ১৬৯ রান। সিদিকুল্লাহ অটল ৬৪ ও ইব্রাহিম জাদরান ৬৫ রান করেন। তবে পাকিস্তানের ফাহিম আশরাফ ২৭ রান দিয়ে ৪ উইকেট তোলেন।
রান তাড়া করতে নেমে আফগানিস্তানের আঁটসাঁট বোলিংয়ের সামনে পড়েন সাইম আয়ুবরা। ফখর জামান থেকে মহম্মদ নওয়াজ, কেউই সেভাবে রান পাননি। চারজন আফগান স্পিনার ২টি করে উইকেট পান। দলগত পারফরম্যান্সে পাকিস্তানকে তারা আটকে ফেলেন ১৫১ রানে। শেষের দিকে হ্যারিস রাউফ ১৬ বলে ৩৪ রান না করলে, সেটাও উঠত না। শেষ পর্যন ১৮ রানে জেতেন রশিদ খানরা। এই ম্যাচে ২ উইকেট তুলে অনবদ্য রেকর্ড করেন আফগানিস্তানের মহম্মদ নবি। শাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০০০ রান ও ১০০টি উইকেট হয়ে গেল তাঁর।
আরও পড়ুন: ইউএস ওপেনের শেষ চারে জোকার, ফ্রিৎজকে হারিয়ে নিলেন বদলা
আসন্ন এশিয়া কাপে বি গ্রুপে আছে আফগানিস্তান। ফলে গ্রুপ পর্বে ভারত বা পাকিস্তানের মুখোমুখি হবে না তারা। কিন্তু তারাও যে ট্রফির দৌড়ে আছে, তা পাকিস্তানকে হারিয়ে প্রমাণ করে দিল। যদিও এই ত্রিদেশীয় টি–টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল আফগানিস্তান। কিন্তু সেই ধাক্কা সামলে কামব্যাকও করল তারা।
এদিকে, একদিন আগেই বিশ্বরেকর্ড গড়েছেন আফগান স্পিনার রশিদ খান। টি২০ আন্তর্জাতিকে। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৩ উইকেট পেয়েছেন তিনি। যার ফলে রশিদই এখন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী। ছাপিয়ে গিয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার টিম সাউদিকে।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রশিদ ও সাউদির পর আছেন ঈশ সোধি, শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানরা। তবে এঁরা প্রত্যেকেই রশিদের থেকে অনেক বেশি ম্যাচ খেলেছেন। ২৬ বছর বয়সি আফগান স্পিনারের সেরা বোলিং পরিসংখ্যান ৩ রান দিয়ে ৫ উইকেট। এখনও পর্যন্ত ১৮টি দেশের বিরুদ্ধে টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন রশিদ। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা ও পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে কোনও উইকেট পাননি। বাংলাদেশের বিরুদ্ধে ২২, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩২ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪৫টি উইকেট রয়েছে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার প্রথম দশে কোনও ভারতীয় ক্রিকেটার নেই।
শীর্ষে এই মুহূর্তে আছেন রশিদ খান। তিনি ৯৮ ম্যাচে ১৬৫ উইকেট নিয়েছেন। দুইয়ে থাকা সাউদি ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট নিয়েছেন। তিনে থাকা ঈশ সোধি ১২৬ ম্যাচে ১৫০ উইকেট নিয়েছেন। চারে থাকা শাকিব আল হাসান ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়েছেন। আর পাঁচে আছেন মুস্তাফিজুর রহমান। তিনি ১১৩ ম্যাচে ১৪২ উইকেট নিয়েছেন।
