আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর টেস্টে হাতেখড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে অভিমন্যু ঈশ্বরণের। ঘরোয়া ক্রিকেটে একটানা ভাল পারফরম্যান্সের পর অবশেষে কপাল খোলার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগেই বিপত্তি। ইংল্যান্ড সফর শুরুর আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটো বেসরকারি চারদিনের ম্যাচ খেলছে ভারতীয় এ দল। সেই দলের নেতৃত্বে অভিমন্যু। কিন্তু ব্যাট হাতে দুটো টেস্টেই ডাহা ব্যর্থ। যা শোরগোল ফেলে দিয়েছে নেটমাধ্যমে। শুক্রবার নরথ্যাম্পটনে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শুরুটা নড়বড়ে হয় ভারতীয় এ দলের। চাপের মুখে আবার ব্যর্থ টপ অর্ডার। রান পাননি যশস্বী জয়েসওয়াল এবং অভিমন্যু ঈশ্বরণ। তবে এদিন ফোকাসে ছিলেন বাংলার ক্রিকেটার।
তিন নম্বরে ব্যাট করতে নামেন অভিমন্যু। কিন্তু আবার ব্যর্থ। ১৩ বলে ১১ রান করে আউট হন। ওকসের বলে ফেরেন ভারতীয় এ দলের অধিনায়ক। জোড়া বাউন্ডারি মেরে শুরুটা মন্দ করেননি। কিন্তু উইকেটে টিকতে পারেননি। তারপরই নেটমাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এখনও আন্তর্জাতিক স্তরে লাল বলের ক্রিকেটের জন্য তৈরি নয় বাংলার ক্রিকেটার। অধিকাংশই তাঁর টেস্ট অভিষেক হওয়ার পক্ষে নয়। অনেকেই মনে করছেন, ঘরোয়া ক্রিকেটে সফল হলেও, এখনও বিদেশের মাটিতে টেস্ট খেলার জন্য তৈরি নয় অভিমন্যু। দুটো বেসরকারি টেস্টে ব্যর্থ হওয়ায় ভাগ্যের দরজা খোলার আগেই বন্ধ হয়ে যেতে পারে। টেস্টে তিন নম্বর পজিশন খুবই গুরুত্বপূর্ণ। সেখানে টেম্পারামেন্ট এবং ধারাবাহিকতা প্রয়োজন। বিশেষ করে লাল বলের ক্রিকেটে। এই দুটো ম্যাচের দিকে তীক্ষ্ণ নজর রয়েছে নির্বাচকদের। এই পারফরম্যান্সের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা কম বাংলার ক্রিকেটারের।
