আজকাল ওয়েবডেস্ক:‌ ফের ক্রিকেট ব্যাট হাতে দেখা যাবে এবিডি’ভিলিয়ার্সকে। চার বছর আগেই তিনি অবসর নিয়েছেন। লিজেন্ডস ক্রিকেট লিগে খেলতে দেখা যাবে এবিকে।


ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবিডি বলেছেন, ‘‌চার বছর আগে সমস্ত ক্রিকেট থেকে অবসর নিয়েছি। তার পর বেশ কিছুটা সময় পেরিয়েছে। আমার সন্তানরাও এখন ক্রিকেট খেলছে। বাড়ির বাগানে ওদের সঙ্গে নিয়মিত খেলি। তাই মনে হল আরও একবার শুরু করা যাক।’‌ 
লিজেন্ডস লিগে খেলবেন বলে নিয়মিত জিম যাচ্ছেন এবিডি। নেটে অনুশীলনও শুরু করেছেন। জুলাইয়ে হবে এই টুর্নামেন্ট।


২০২১ সালে শেষবার তিনি আইপিএল খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তনদের নিয়ে গড়া দলের হয়ে খেলবেন এবিডি। সেই দলের অন্যতম মালিক আমনদীপ সিং বলেছেন, ‘‌দলের অধিনায়ক হিসেবেই খেলবেন ডিভিলিয়ার্স। ওর নেতৃত্ব দেওয়ার ধরণই আলাদা।’‌ 


প্রসঙ্গত, এবার হবে টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ। প্রথম বার জিতেছিল যুবরাজের নেতৃত্বে থাকা ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স।