আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের হেড কোচ হতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদ। প্রাক্তন পাক পেসার হেড কোচের পদে বসার অর্থ হল জেসন জিলেসপির চাকরি যাওয়া। পাকিস্তানের হেড কোচের পদে পালাবদল ঘটছে। আকিবের হাতেই উঠল দলের রিমোট কন্ট্রোল। চাকরি গেল জেসন জিলেসপির।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হার মেনেছে পাকিস্তান। অজিদের বিরুদ্ধে সোমবার সিরিজের শেষ ম্যাচে নামবে পাকিস্তান। তার আগেই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। পাকিস্তান ক্রিকেটে জেসন জিলেসপিরও শেষ দিন হতে চলেছে আগামিকাল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রথম পছন্দ আকিব ছিলেন না। ম্পিয়ন্স ট্রফি পর্যন্ত জিলেসপির হাতেই তিন ফরম্যাটের দায়িত্ব দিতে চেয়েছিল সে দেশের বোর্ড। পাক বোর্ড সাদা বলের ফরম্যাটে জিলেসপিকেই কোচ করেছিল। কিন্তু তাঁর চুক্তিতে কোনও পরিবর্তন আনা হয়নি। জিলেসপি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
ফলে পিসিবি-ও নতুন কোচের দিকে ঝোঁকে, যে তিনটি ফরম্যাটেই দলের কোচ হিসেবে কাজ করবেন।
ফলে আকিব জাভেদের হাতেই উঠছে দেশের দায়িত্ব। তাঁর উত্থান দ্রুতগতিতে হয়। কয়েক সপ্তাহ আগেও আকিব ছিলেন লাহোর কালান্দারের কোচ। সেই আকিবই এবার পাক কোচ।
