আজকাল ওয়েবডেস্ক: প্রথম ইনিংসে ৪১ রানে ৭ উইকেট হারায়। দ্বিতীয় ইনিংসে ৩১ রানে ৬ উইকেট হারায় টিম ইন্ডিয়া। 

তাসের ঘরের মতো ভারতের ব্যাটিং ভেঙে পড়া দেখে স্থির থাকতে পারেননি ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। 

তিনি বলেন, ''দুর্দান্ত দুটো সেঞ্চুরি। কিন্তু দুই ইনিংসেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ব্যাটিং। এটাই  বড় ব্যাপার। প্রথম ইনিংসে একসময়ে মনে হয়েছিল আমরা ৫৫০-৫৭৫-এ পৌঁছে যাব। কিন্তু দ্রুত ভেঙে পড়ায় তা হয়নি।'' 

দ্বিতীয় ইনিংসের উদাহরণ তুলে আকাশ চোপড়া বলেন, ''বড় রান, তাৎপর্যপূর্ণ লিড যখন মনে হচ্ছিল সম্ভব, সেটা হল না। কিন্তু দ্রুত উইকেট হারানোয় সেটাও হল না। 

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পন্থ, লোকেশ রাহুলরা ব্যাট হাতে সফল হলেও ধস বন্ধ করা যায়নি। দ্বিতীয় টেস্টে এটাই কিন্তু বড় পরীক্ষা গৌতম গম্ভীরের।