আজকাল ওয়েবডেস্ক: লাইট, ক্যামেরা, অ্যাকশনে কাটে অভিনেত্রীদের সারাদিন। তাই রোজ ত্বক ও চুলের বেশি যত্নের প্রয়োজন। বর্ষায় দরকার আরও বিশেষ যত্ন। এই সময় ত্বক-চুলের যত্নে কী করেন অভিনেত্রী এনা সাহা?


ত্বকের  যত্নে


অভিনেত্রীর কথায়, “ত্বকের যত্নে এই সময় গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করি। টোনারের মতো করে দিনে দু’বার অন্তত ব্যবহার করি। এতে ত্বক হাইড্রেটেড থাকে। এছাড়াও যতটা সম্ভব কম মেকআপ ব্যবহার করার চেষ্টা করি। কারণ, বর্ষায় অনেক সময় মেকআপ ত্বকে বসতে চায় না। তাই প্রয়োজন না হলে রিস্ক নিই না।”


চুলের যত্নে 


এনা বলেন, “চুলের জন্য আমি বরাবরই ফ্ল্যাক্সসিডের উপর ভরসা রাখি। তিন কাপ জলে প্রায় চার চামচ ফ্ল্যাক্সসিড ভিজিয়ে রাখি। এবার এই মিশ্রণটি মাঝারি আঁচে গরম করে নিই। জল ফুটতে শুরু করলে মিশ্রণটি যখন ঘন হয়ে যায় তখন নামিয়ে নিই। একটা পরিস্কার কাপড়ে জলটা ছেঁকে নিই। ফ্ল্যাক্সসিডের এই জেলটা সারারাত স্ক্যাল্পে লাগিয়ে রাখা যায়। পরদিন সকালে সালফেট মুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেললেই হবে। এতে খুশকির সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি চুল পড়ার সমস্যাও দূর হয়ে যাবে। রাতে যখন ফ্ল্যাক্সসিডের জেল চুলে লাগাই, তাতে পছন্দমতো হেয়ার অয়েলও মিশিয়ে নিই মাঝেমধ্যে।”