১৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শুক্র গ্রহ সিংহ রাশিতে অবস্থান করবে। অর্থ এবং ঐশ্বর্যের কারক শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, যা রাজযোগের কারক সূর্যের অধীন, তখন কিছু রাশির জাতকদের জীবনে রাজযোগ ও ধনযোগের সম্ভাবনা তৈরি হবে।
রাজনীতি এবং প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা পরাক্রম যোগ লাভ করবেন। সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তারা সাফল্য পাবেন। যারা রাজনীতিতে প্রবেশ করতে চান তাদের পথ সহজ হবে। বিশেষ করে মেষ, বৃষ, কর্কট, সিংহ, তুলা ও ধনু রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত পরিবর্তনশীল ও ইতিবাচক হবে।
মেষ রাশি
মেষ রাশির পঞ্চম ভাবে শুক্রের গোচরের কারণে আপনার প্রতিভা এবং দক্ষতার বিস্তার ঘটবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং যোগ্যতার যথাযথ স্বীকৃতি মিলবে।
প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সাক্ষাৎকারে বড় সাফল্য আসতে পারে।
আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
দেব-দেবীর পূজা-অর্চনায় আগ্রহ বাড়বে।
হঠাৎ অর্থলাভের সম্ভাবনা প্রবল।
সন্তান সুখ বা সন্তান লাভের শুভ সংবাদ মিলতে পারে।
যারা চাকরিজীবী বা বেকার, তাদের জন্য বিদেশ থেকে কাজের সুযোগ আসবে। সংক্ষেপে, মেষ রাশির জাতক-জাতিকারা এই সময়ে সৌভাগ্য, অর্থপ্রাপ্তি ও কর্মজীবনে উন্নতির বিশেষ সুযোগ পাবেন।
বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি শুক্র চতুর্থ ভাবে অবস্থান করবে। এর ফলে জীবনে সুখ-সমৃদ্ধি ও পারিবারিক আনন্দ বৃদ্ধি পাবে।
নিজের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে।
পরিবারে আনন্দ, শান্তি ও ঐশ্বর্যের পরিবেশ তৈরি হবে।
কর্মক্ষেত্রে যেমন সম্মান বাড়বে, তেমনি সমাজেও সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।
রাজনীতি ও সরকারি ক্ষেত্রেও রাজযোগের প্রভাব অনুভূত হবে।
পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং বদলির মতো শুভ সুযোগ আসবে।
ব্যবসা ও ক্যারিয়ার সম্পূর্ণভাবে ক্ষতিমুক্ত থাকবে।
আয়ে স্পষ্ট বৃদ্ধি ঘটবে।
অর্থাৎ, বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি হবে পারিবারিক আনন্দ, কর্মজীবনের উন্নতি ও আর্থিক স্থিতিশীলতার সময়।
কর্কট রাশি
এই রাশির জাতকদের জন্য শুক্রের ধনভবনে গোচর অত্যন্ত শুভ।
কম পরিশ্রমে অধিক লাভ হবে।
হঠাৎ অর্থপ্রাপ্তি ও আয়ের নতুন সুযোগ তৈরি হবে।
শেয়ার মার্কেট থেকেও উল্লেখযোগ্য লাভ সম্ভব।
চাকরি ও কেরিয়ারে পরাক্রম যোগ সৃষ্টি হবে।
বেকারদের পাশাপাশি কর্মরতদেরও বিদেশ থেকে কাজের প্রস্তাব আসবে।
ভাল বিবাহের প্রস্তাব আসবে এবং দাম্পত্য জীবনে স্নেহ ও বোঝাপড়া বাড়বে।
আর্থিক সমস্যার সমাধান হবে।
অর্থাৎ, কর্কট রাশির জাতকদের জন্য এটি হবে অর্থনৈতিক উন্নতি ও পারিবারিক সুখের সময়।
সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি সূর্য আর এখানে শুক্রের আগমন বিশেষ ফলদায়ক হবে।
কর্মক্ষেত্রে নিশ্চিতভাবে পদোন্নতি হবে।
কাজের চাপ থেকে মুক্তি পাবেন।
পেশাগত কারণে বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।
বেকারদের নিজেদের শহরেই ভাল চাকরি মিলবে।
আয়ের বিভিন্ন উৎস বাড়বে।
জীবনসঙ্গী উচ্চ পদে আসীন হবেন।
বিবাহ ধনী পরিবারে হওয়ার সম্ভাবনা প্রবল।
কেরিয়ার ও ব্যবসা দু’দিকেই সাফল্য আসবে।
জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসবে।
সিংহ রাশির জন্য এটি হবে কেরিয়ারে উন্নতি ও বিলাসবহুল জীবনযাত্রার সময়।
তুলা রাশি
তুলা রাশির অধিপতি নিজেই শুক্র, তাই এর গোচর বিশেষ প্রভাবশালী।
বিভিন্নভাবে আর্থিক লাভ হবে।
আটকে থাকা টাকা বা পাওনা ফেরত আসবে।
প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে।
চাকরিজীবীরা সরকারি চাকরির সুযোগ পাবেন।
চাকরিতে স্থিতি আসবে, পদোন্নতি ও বেতন বৃদ্ধি ঘটবে।
কেরিয়ার ও ব্যবসা দুই ক্ষেত্রেই উন্নতি হবে।
ধনী পরিবারের সঙ্গে বিবাহের সম্ভাবনা প্রবল।
তুলা রাশির জাতকদের জন্য এটি হবে আর্থিক স্থিতি, সামাজিক সম্পর্ক ও কর্মক্ষেত্রে অগ্রগতির সময়।
ধনু রাশি
ধনু রাশির জন্য রাজযোগ ও ধনযোগ দুটোই তৈরি হবে।
জীবনের সব ক্ষেত্রেই আশাতীত অগ্রগতি হবে।
প্রতিযোগিতামূলক পরীক্ষা ও ইন্টারভিউয়ে সাফল্য আসবে।
বিদেশ থেকে অর্থলাভের সুযোগ তৈরি হবে।
আয়ে প্রতিদিন বৃদ্ধি ঘটবে।
চাকরিজীবীরা সরকারি বা ব্যাঙ্ক সেক্টরে কাজ পাওয়ার সম্ভাবনা রাখেন।
কর্মজীবনে পাশাপাশি ব্যবসায়ও ভালো লাভ হবে।
ধনু রাশির জাতকদের জন্য এটি হবে ভাগ্যোন্নতি, শিক্ষা, কর্মজীবন ও অর্থপ্রাপ্তির সোনালি সময়।
