আজকাল ওয়েবডেস্ক: শত ব্যস্ততার মাঝেও দৈনন্দিন জীবনকে ভীষন সহজ করে দিয়েছে যে যন্ত্র, তারও চাই বাড়তি যত্ন। যারা রোজ কাজের চাপে রান্নাবান্নার সময় পান না, তাদের ক্ষেত্রে সমস্যাটা আরও বড়। ফ্রিজ যখন এতটাই দরকারি, তখন এর যত্নও নিতে হবে মন দিয়ে। অনেক বাড়িতে ফ্রিজ খুললেই দুর্গন্ধের চোটে নাকে চাপা দিতে হয়। দুর্গন্ধযুক্ত ফ্রিজে খাবারদাবার রাখাও কিন্তু নিরাপদ
মাঝে মধ্যেই ফ্রিজ খুললেই দুর্গন্ধ বেরোতে থাকে। কাঁচা মাছ-মাংস, জমে থাকা বরফ, অবাঞ্ছিত আবর্জনা, পচে যাওয়া সবজি থেকেই দুর্গন্ধ তৈরি হয়। আর সেই গন্ধ ছড়িয়ে প়ড়ে রান্না করা খাবারেও। ঘরোয়া টোটকায় ফ্রিজের গন্ধ তাড়াবেন কী ভাবে জেনে নিন।
ভরপুর ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় লেবুর প্রতিরোধ ক্ষমতা রয়েছে। পাশাপাশি সাইট্রাস ফল ফ্রিজ দুর্গন্ধমুক্ত রাখতেও সাহায্য করে। পাতিলেবু কেটে এক টুকরো ফ্রিজের মধ্যে রেখে দিন। লেবু ফ্রিজের গন্ধ দূর করতে সাহায্য করবে। এছাড়া লেবুর খোসাগুলি জমা করে একটি বাটিতে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন বা লেবুর খোসা জলে ফুটিয়ে নিন। সেই জলে পাতলা কাপড় ডুবিয়ে ফ্রিজ মুছে পরিস্কার করে ফেলতে পারেন।
নানা সমস্যার অন্যতম ঘরোয়া সমাধান লুকিয়ে আছে ভিনিগারে। এই উপাদান যে কোনও দুর্গন্ধকে দূর করতে পারে। একটা বাটিতে অল্প ভিনিগার নিয়ে ফ্রিজের উপরের তাকে রেখে দিন। ফ্রিজের দরজা খুললে দেখবেন গন্ধ উধাও পরের দিন সকালে! সপ্তাহে তিনদিন এই ভিনিগারের বাটি বদলে দিন।
দুর্গন্ধ দূর করতে বেকিং সোডার জুড়ি মেলা ভার। প্রায় প্রত্যেকের হেঁশেলেই বেকিং সোডা থাকে। একটি বাটিতে বেকিং সোডা ভরে ফ্রিজে রাখুন। বেকিং সোডা ফ্রিজের দুর্গন্ধ শুষে নেবে। জলে বেকিং সোডা ও এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। তাই দিয়ে ফ্রিজ মুছে নিলেও বাজে গন্ধ কাটবে।
একটি বাটিতে কফির গুঁড়ো ভরে ফ্রিজে রেখে দিন। এক দিন রেখে দিলেই দেখবেন, হাতেনাতে ফল মিলছে।
ফ্রিজে খাবার রাখার সময়ে এমন পাত্রে ভরুন, যাতে বায়ু প্রবেশ করতে পারে না। এই উপায়টি মেনে চললে সহজে ফ্রিজে গন্ধ হবে না। নিয়মিত ফ্রিজ পরিষ্কার করা অত্যন্ত জরুরি। সময়ের অভাবে অনেকেরই ফ্রিজ পরিষ্কার করা হয় না। সেটা করলে চলবে না। পাঁচ মিনিট হলেও সময় নিয়ে ফ্রিজ পরিষ্কার রাখুন।
