আজকাল ওয়েবডেস্ক: সৌরজগতের প্রতিটি গ্রহ  একটি নির্দিষ্ট সময়ের জন্য তার রাশিচক্র ও নক্ষত্র পরিবর্তন করে। যার মধ্যে জ্যোতিষশাস্ত্রে কয়েকটি গ্রহের স্থান পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। বর্তমানে সূর্য ও শনি উভয়েই কুম্ভ রাশিতে অবস্থান করছে। আগামী ১৪ মার্চ দোলের দিন সন্ধে ৬টা ৫৮ মিনিটে গ্রহের রাজা সূর্য কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। এরপর ২৯ মার্চ রাত ১১টা ০১ মিনিটে শনি মীন রাশিতে গমন করবে। ফলে মীন রাশিতে ফের মুখোমুখি হয়ে বিরল যুতি তৈরি করতে চলেছেন শনিদেব ও সূর্যদেব। দুর্লভ এই যুতির ফলে কপাল খুলবে ৪ রাশির, আপনিও কি আছেন সেই তালিকায়, জেনে নেওয়া যাক- 

কর্কট:  সূর্য-শনির প্রভাবে কর্কট রাশির সুদিন ফিরবে। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন। দাম্পত্যে সমস্যা মিটবে। সংসারে আর্থিক সংকট কাটবে। জমি সংক্রান্ত মামলায় লাভ পেতে পারেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। 

কন্যা- সূর্য ও শনির যুতি কন্যা রাশির জন্য শুভ হবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসায়ে বড় লাভের সম্ভাবনা রয়েছে৷ নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি মিলবে৷ সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে৷ 

বৃশ্চিক-  সূর্য-শনির সংযোগে বৃশ্চিক রাশির ভাগ্য সদয় হবে। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে৷ বিশেষ করে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে উন্নতি হবে। শিক্ষার্থীরা পরীক্ষায় ভাল ফল পাবেন। সংসারে আর্থিক সমস্যা মিটবে। প্রেমের জীবন সুখের হবে। 

মীন- সূর্য-শনির মিলন মীন রাশির জন্য লাভজনক হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। নতুন আয়ের পথ খুঁজে পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতির যোগ রয়েছে৷ সন্তানের থেকে কোনও ভাল খবর পেতে পারেন। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন।