আজকাল ওয়েবডেস্ক: বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মাহাত্ম্য অপরিসীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শনি ন্যায় ও কর্মফলের দেবতা। আগামী ২৮ এপ্রিল শনি উত্তরভাদ্রপদ নক্ষত্রে গোচর করতে চলেছেন। ৩ অক্টোবর পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবেন শনিদেব। শনি স্বয়ং উত্তরভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ। ফলে নিজের ঘরে বিরাজ করে শনির কয়েকগুণ শক্তি বাড়বে। যার অশুভ প্রভাব পড়বে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে। অক্ষয় তৃতীয়ার আগে কারা বিপদে পড়তে পারেন, জেনে নেওয়া যাক-
কর্কট: শনির নক্ষত্র গোচর কর্কট রাশির ওপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলবে। সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। এই সময়ে বড় কোনও বিনিয়োগ না করাই ভাল। প্রিয়জনকে আর্থিক বিষয়ে সহজে বিশ্বাস করবেন না, ভবিষ্যতে ঠকতে পারেন।
সিংহ: শনির নক্ষত্র পরিবর্তনে সিংহ রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে৷ সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। চাকরির জন্য প্রস্তুতি নিলে সাফল্য নাও মিলতে পারে। কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন।
বৃশ্চিক: শনির ঘর বদল বৃশ্চিক রাশির জন্য অশুভ হতে চলেছে। মানসিক সমস্যায় ভুগতে পারেন, একাকীত্ব অনুভব হতে পারে। রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন। নচেৎ নিজের আচরণের জন্য বড় সমস্যায় পড়তে পারেন। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
ধনু: শনির প্রভাবে ধনু রাশির জাতক-জাতিকারা সমস্যায় পড়বেন। যে কোনও সিদ্ধান্ত বুঝেশুনে নিন। মূল্যবান জিনিস যত্নে রাখুন৷ চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানদের পড়াশোনায় বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে বিবাদ এড়িয়ে চলুন।
