আজকাল ওয়েবডেস্ক: গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসাবে বিবেচিত হয় শনি। আগামী ২৯ মার্চ শনি কুম্ভ রাশি থেকে বৃহস্পতির রাশি অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবেন। আড়াই বছর এই রাশিতে থাকার পর মেষ রাশিতে পৌঁছবেন। আবার ২৯ মার্চ শনিবার ২০২৫ সালের প্রথম আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে, শনির রাশিচক্র পরিবর্তন এবং সূর্যগ্রহণ একই দিনে হওয়ায় বিরল যোগ তৈরি হতে চলেছে। আর এই দিন শনিকে তুষ্ট করলে বাড়বে সুখ সমৃদ্ধি। তাহলে শনি দশা কাটাতে কী কী করবেন, জেনে নিন- 

*পুরনো,ছেঁড়া জুতো- শনির দশা কাটাতে পুরনো কিংবা ছেড়া জুতো সরিয়ে দিন। এতে ইতিবাচক ফল পাবেন।

*ভাঙা ঘড়ি- শনির খারাপ প্রভাব কাটাতে ভাঙা কিংবা ক্ষতিগ্রস্ত ঘড়ি রাখা উচিত নয়।

*লোহা অথবা ভাঙা ধাতুর জিনিস- শাস্ত্র মতে, শনিদেবকে প্রসন্ন করতে লোহা কিংবা ভাঙা ধাতুর জিনিস রাখা চলবে না।

*পুরনো, ছেঁড়া জামাকাপড়- বাড়িতে পুরনো, ছেঁড়া জামাকাপড় থাকলে তা শনির দশা কাটাতে সরিয়ে ফেলুন।

*নষ্ট হয়ে যাওয়া খাবার- শুধু শারীরিক দিক থেকেই নয়, জ্যোতিষশাস্ত্রে মতেও নষ্ট হয়ে যাওয়া খাবার খাওয়া উচিত নয়। এমনকী শনিদেবকে তুষ্ট করতে এই ধরনের খাবার রাখাও উচিত নয়।

*ভাঙা আয়না কিংবা কাচের জিনিস- শনির দশা কাটাতে ভাঙা আয়না কিংবা কাচের জিনিস ব্যবহার করা উচিত নয়।

*ক্ষতিগ্রস্ত চামড়ার জিনিস- চামড়ার সঙ্গে শনির যোগসূত্র আছে বলে মনে করা হয়।

*মেয়াদ উত্তীর্ণ ওষুধ: শনিদেবকে প্রসন্ন করতে বাড়ি থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরিয়ে দিন।