আজকাল ওয়েবডেস্কঃ বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। ন্যায় ও কর্মফলের দেবতা শনিদেব গত ২৮ এপ্রিল উত্তরাভাদ্রপদ নক্ষত্রের প্রথম পদে প্রবেশ করেছে। এবার ফের আগামীকাল ৭ জুন বিকেলে এই নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করতে চলেছেন শনিদেব। যা জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বিশেষ মাহাত্ম্যপূর্ণ। কারণ শনি স্বয়ং উত্তরভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ। ফলে নিজের ঘরে বিরাজ করে শনির কয়েকগুণ শক্তি বাড়বে। শনির এই নক্ষত্রে গোচর পাঁচ রাশির জন্য লাভজনক হতে চলেছে। আগামীকাল শনিবার কাদের ভাগ্যের চাকা ঘুরবে, দেখে নেওয়া যাক-  

সিংহ- শনির নক্ষত্র পরিবর্তনে কর্কট রাশির জাতক-জাতিকাদের  কর্মক্ষেত্রে সাফল্য আসবে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায়ীরা কোনও প্রকল্পে বিনিয়োগ করলে লাভবান হবেন। বিয়ের প্রস্তাব পেতে পারেন। 

তুলা- উত্তরভাদ্রপদ নক্ষত্রে শনির গোচরের প্রভাবে লাভবান হবেন কন্যা রাশির জাতক-জাতিকারা। অনেক দিনের আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন। চাকরিতে সমস্যা মিটবে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল করতে পারবেন। 

মকর- শনির গোচর তুলা রাশির জাতকদের জন্য শুভ হবে। সম্পর্কে মাধুর্য বাড়বে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কেরিয়ারে বড় উন্নতির সুযোগ পাবেন। যে কোনও বিষয়ে বস ও সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। আয় ও ব্যয়ের সামঞ্জস্য রেখে সঞ্চয়ের পথ প্রশস্ত করতে পারবেন।

কুম্ভ- শনির প্রভাবে মকর রাশির সুদিন ফিরবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হতে পারেন। নতুন কোনও ব্যবসা শুরুর যোগ রয়েছে। চাকরিতে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন৷ সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে৷ বিদেশ ভ্রমণের সু্যোগ আসবে।