আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে গ্রহের গোচর এবং তাদের বিশেষ যোগের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হল শনি। প্রতি আড়াই বছরে শনিদেব রাশি পরিবর্তন করেন।  আগামীকাল ২৯ মার্চ শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবেন। আর সেদিনই হবে বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণ। বছরের প্রথম শনি অমাবস্যা আজ ২৮ মার্চ সন্ধে ৭টা ৫৫ মিনিটে শুরু হয়ে। শেষ হবে ২৯ তারিখ বিকেল ৪টে ২৭ মিনিটে। শনি অমাবস্যাতেই রয়েছে সূর্যগ্রহণ। 

২৯ মার্চ মীন রাশিতে একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ যোগ তৈরি হতে চলেছে। এদিন শনি গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে শুক্র, বুধ, সূর্য, মঙ্গল, চন্দ্র, শনি এবং নেপচুন মিলে সপ্তগ্রহী যোগ তৈরি করবে। এই যোগে বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব পড়বে। ১০০ বছর চৈত্র শুক্লপক্ষের অমাবস্যা তিথিতে এমন বিরল ঘটনা ঘটতে চলেছে। 

জ্যোতিষ মতে, শনি অমাবস্যাতে শনিদেব বিশেষভাবে শক্তিশালী হয়ে উঠবে। কথিত রয়েছে, শনি অমাবস্যায় ভগবান বিষ্ণু ও শনি দেবের পুজা-পাঠে শনির ঢাইয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। এছাড়াও শনিবার এই গুরুত্বপূর্ণ দিনে বিশেষ একটি কাজ করলে জীবনে কাটিয়ে উঠতে পারবেন দুর্ভোগ। 

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এদিন রাত ৮টা ১৮ মিনিট অর্থাৎ ৮+১+৮=১৭-১+৭=৮ অত্যন্ত শুভক্ষণ। ওই সময়ে ঘরের প্রধান দরজায় প্রদীপ জ্বেলে রাখুন। এমন একটি প্রদীপ জ্বালাতে হবে যার চার দিকে আগুন জ্বলবে। সহজ এই উপায়েই আসবে সংসারে সুখ-সমৃদ্ধি। পরিবারে ইতিবাচক শক্তি বিরাজ করবে।