আজকাল ওয়েবডেস্ক: বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের রাশিচক্র পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। গ্রহদের মধ্যে শনি সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। কর্ম ও ন্যায়ের দেবতা শনিদেব আড়াই বছর ধরে এক রাশিতে অবস্থান করেন। শনি বর্তমানে তার নিজস্ব রাশি কুম্ভে রয়েছে। আগামী ২৯ মার্চ রাত ১১টা ০১ মিনিটে শনি কুম্ভ রাশি ত্যাগ করে বৃহস্পতির রাশি অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। শনি এই রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করবে। যা কয়েকটি রাশির জন্য কঠিন সময় বয়ে আনবে। তাহলে কাদের জীবনে দুঃসময় আসতে চলেছে, জেনে নেওয়া যাক-
মেষ- শনির চালে মেষ রাশির মানসিক চাপ বাড়বে। সংসারে আর্থিক টানাটানি শুরু হতে পারে। বুঝেশুনে খরচ না করলে আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে। ব্যবসায়ে লোকসানের আশঙ্কা রয়েছে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।
সিংহ- শনির রাশি পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে দুঃসময় আসতে চলেছে। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। এমনকী ঋণ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্কে ভুল বোঝাবোঝি বাড়তে পারে। সাবধানে গাড়ি চালাবেন।
ধনু- শনির প্রভাবে ধনু রাশি বিপদে পড়তে পারে। শারীরিক, মানসিক ও আর্থিক সমস্যা পিছু ছাড়বে না। বিশেষ করে শরীরের দিকে খেয়াল রাখুন, নচেৎ দীর্ঘমেয়াদি অসুখে ভোগার আশঙ্কা রয়েছে। সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে৷
মীন- শনির রাশি পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাব পড়বে মীন রাশির উপর। মানসিক অস্থিরতা এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। রাগ এবং কথাবার্তার উপর নিয়ন্ত্রণ না রাখলে কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বুঝেশুনে খরচ করুন, নচেৎ ব্যাঙ্ক ব্যালেন্সে টান পড়বে।
