আজকাল ওয়েবডেস্ক: শুক্রকে ধন-বৈভব, প্রেম ও সৌন্দর্যের কারক গ্রহ মনে করা হয়। ন্যায় ও কর্মফলদাতা হলেন শনিদেব। প্রতিটি মানুষকে কর্মফল অনুযায়ী ফল দেন তিনি। আর এই শক্তিশালী দুই গ্রহের সংযোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৪ ঘণ্টায় সেই দুর্লভ যোগ হতে চলেছে। 

বৈদিক জ্যোতিষ মতে, শুক্র প্রতি ২৬ দিন অন্তর রাশি পরিবর্তন করেন৷ আর প্রতি আড়াই বছরে এক রাশি থেকে অন্য রাশিতে যান শনিদেব।আগামীকাল ২৯ মার্চ শনি মূল ত্রিকোণ রাশি থেকে ৩০ বছর পরে বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবেন। সেখানেই উপস্থিতি থাকবেন শুক্র। দুটি বন্ধুত্বপূর্ণ গ্রহের মিলিত হওয়ার ফলে ৩ রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। জেনে নিন কপাল খুলছে কাদের? 

বৃষ- শুক্র-শনিরর প্রভাবে বৃষ রাশির ভাগ্য সদয় হবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। নতুন কাজের দায়িত্ব পেতে পারেন৷ ব্যবসায়ে বড় চুক্তি করতে পারেন, যা ভবিষ্যতে লাভজনক হবে৷ পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। 

মিথুন- মিথুন রাশির জন্য শুক্র-শনির যুগলবন্দি লাভজনক হতে চলছে। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে৷ অফিসে পদোন্নতি হতে পারে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে৷ যারা চাকরি খুঁজছেন, তাঁরা নতুন চাকরি পেতে পারেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে৷ 

ধনু- শুক্র-শনির চালে ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দুশ্চিন্তা ক্রমশ দূর হবে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। শেয়ার বাজারে অর্থ লগ্নি করলে ভবিষ্যতে লাভ পাবেন। দাম্পত্যে সুখ থাকবে৷ সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন৷