আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। যার কম-বেশি প্রভাব পড়ে ১২টি রাশির উপর। শনিকে গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিতে চলা গ্রহ হিসাবে ধরা হয়। কর্মফল দাতা শনি এক রাশিতে আড়াই বছর থাকে। এরপর সেই রাশিতে ফিরে আসতে ৩০ বছর সময় নেয়।

 জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের প্রত্যক্ষ এবং বিপরীতমুখী গতিবিধিও খুবই গুরুত্বপূর্ণ। যার শুভ-অশুভ প্রভাব পড়ে বিভিন্ন রাশির উপর। বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে বিপরীতমুখী গতিতে আছেন। আগামী ১৫ নভেম্বর কুম্ভ রাশিতেই প্রত্যক্ষ গতিতে আসবেন শনি।  

২০২৫ সালে কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবেন শনিদেব। আর তখনই এক দুর্লভ রাজযোগ তৈরি হতে চলেছে। যার শুভ প্রভাবে ৩ রাশির জীবনে উপচে পড়বে অর্থ-সাফল্য। তাহলে কাদের ভাগ্য বদলাতে চলেছে? জেনে নেওয়া যাক- 
 
মেষ রাশি: শনির অবস্থান পরিবর্তন মেষ রাশির জন্য লাভজনক। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পেতে পারেন। অর্থভাগ্য তুঙ্গে থাকবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা নতুন চাকরির ভাল সুযোগ পেতে পারেন। যে কোনও নতুন ব্যবসা শুরু করার শুভ সময়। পরিবারের সঙ্গে ভাল সনয় কাটাবেন। 

বৃষ রাশি: শনির প্রভাবে সুদিন আসতে চলেছে বৃষ রাশির জীবনে। অনেক দিনের আটকে থাকা কাজ এবার সম্পন্ন করতে পারবেন। পেশাগত জীবনে উন্নতির বড় সুযোগ রয়েছে। কাজের পরিবেশ অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। 

ধনু রাশি: শীঘ্রই শনিদেবের শুভ প্রভাব পড়বে ধনু রাশির জীবনে। যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে অনেক দিনের সমস্যার সমাধান হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। 

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসতে চলেছেন শনিদেব। অনেকদিন আটকে থাকা টাকা এবার হাতে পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। চাকরিতে পদোন্নতি, ব্যবসায়ে বড় চুক্তির যোগ রয়েছে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে বিবাদ থাকলে তা মিটে সম্পর্ক মজবুত হবে।