আজকাল ওয়েবডেস্ক: কোভিড আসার ঠিক আগেই প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়। তারপরে কোভিডের ধাক্কায় পড়েন আর্থিক অনটনে। কঠিন অবস্থায় অন্তত হাত খরচের টাকা যাতে উপার্জন করা যায়, তার জন্য এক প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট খোলেন অস্ট্রেলিয়ার বাসিন্দা রুবি ড্রিউ। কিন্তু এই একটি সিদ্ধান্তই যে বদলে দেবে তাঁর জীবন এ কথা স্বপ্নেও ভাবেননি তরুণী।

ওই ওয়েবসাইটে অনুরাগীদের বিভিন্ন বিচিত্র আবদার পূরণ করেন তিনি। আর তাতেই দু'হাতে টাকা ছড়ান ভক্তরা। সেই টাকাতে মাত্র কয়েক বছরেই কোটি টাকার মালকিন হয়ে গিয়েছেন তিনি। ২০ বছর বয়সি রুবি জানিয়েছেন বিষয়টি শুরু হয় তাঁরই এক প্রাক্তন সহপাঠীর থেকে। স্কুলে একসঙ্গে পড়তেন তাঁরা। স্কুল শেষ হওয়ার পর আর যোগাযোগ ছিল না। কিন্তু হঠাৎ করেই সেই ওয়েবসাইটে তাঁর সঙ্গে যোগাযোগ করেন ওই সহপাঠী। প্রস্তাব দেন রুবি যদি তাঁর কথা মতো কাজ করেন তবে মোটা টাকা খরচ করতে প্রস্তুত তিনি।

রুবি রাজি হয়ে যান। ওই সহপাঠী প্রস্তাব দেন, রুবিকে তাঁকে নাম ধরে ডেকে বিভিন্ন রকম ভিডিও বানাতে হবে। রুবির দাবি শুধু এই কাজের জন্যেই ওই প্রাক্তন সহপাঠী সপ্তাহে প্রায় দেড় লক্ষ টাকা দিতেন তাঁকে। এখানেই শেষ নয়, তাঁর ‘অপূর্ব সুন্দর রূপে’ আকৃষ্ট হয়ে অপর এক অনুরাগী অনুরোধ করেন যে রুবি তাঁর জন্য পায়ের মোজা খোলার ভিডিও বানান। তাতেও রাজি হন রুবি। তবে সবচেয়ে বেশি যে কাজটি ভক্তরা পছন্দ করেন তা হল তাঁদের নাম ধরে কটু কথা বলা। রুবিকে তাঁরা অনুরোধ করেন তিনি যেন তাঁদের বকাঝকা করেন এবং তাঁদের গালিগালাজ করেন। সম্প্রতি একটি অজি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রুবি জানিয়েছেন, এই কাজটি করতে তাঁর মোটেও ভাল লাগে না। তবু পেশাগত বাধ্যবাধকতার জন্য করতে হয়। এমন বিচিত্র সব কাজের ভিডিও তৈরি করেই বছরে প্রায় সাড়ে আট কোটি টাকা উপার্জন করছেন রুবি।