আজকাল ওয়েবডেস্ক: পদ্মাবত ছবিতে দীপিকা এবং শাহিদ কাপুরকে প্রণয় বন্ধনে আবদ্ধ হতে দেখা গিয়েছিল “ন্যায়নোওয়ালো নে ছেড়া মন কা তালা” গানে। গানটি গেয়েছিলেন নীতি মোহন। এবার সেই গান আবার ভাইরাল ইনস্টাগ্রামে। নেপথ্যে এক ব্রাজিলীয়-মার্কিন মডেল।
ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত, সোনালী চুল এলিয়ে রয়েছে পিঠে। পরনে শুধুমাত্র নিম্নাঙ্গের অন্তর্বাস এবং জুতো। আর সেই সাজেই মডেল গ্যাব্রিয়েল মনসুর নেচে চলেছেন এই বলিউড গানের সঙ্গে। তাও পশ্চিমী বিভঙ্গে নয়, সম্পূর্ণ ভারতীয় নৃত্যশৈলীতে। আর এই ভিডিওই আগুনের মতো ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে। ইতিমধ্যেই প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ শেয়ার করেছেন সেই ভিডিও। পছন্দ করেছেন লক্ষ লক্ষ মানুষ।
সমাজমাধ্যমে কিন্তু এই মডেল মোটেও অপরিচিত নন। বরং তাঁকে ব্রাজিলের ‘টিকটক সেনসেশন’ বলা হয়। ৩১ বছর বয়সি গ্যাব্রিয়েল আদতে ব্রাজিলের সাও পাওলো শহরের বাসিন্দা। টিকটকে তিনি নিয়মিত নাচের এবং ফিটনেস সংক্রান্ত ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁর অনুরাগীর সংখ্যা ৭.১ মিলিয়নেরও বেশি। ইনস্টাগ্রামেও কম জনপ্রিয় নন এই মডেল। সেখানেও ২০ লক্ষের বেশি ভক্ত তাঁর।
