আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে গ্রহের স্থান পরিবর্তন নির্দিষ্ট রাশিদের জীবনে প্রভাব ফেলে। সম্প্রতি বক্রী দশায় গিয়েছে মঙ্গল। সেনাপতি মঙ্গল বর্তমানে উল্টো চালে হাঁটছেন। শীঘ্রই মিথুন রাশিতে প্রবেশ করবে লাল গ্রহ। মঙ্গলকে সাহস, শক্তি, সাহসিকতা প্রতীক হিসাবে হিসাবে বিবেচনা করা হয়।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল গ্রহ গত বছর ৭ ডিসেম্বর বক্রী হয়েছিল। আগামী ২১ জানুয়ারি মিথুন রাশিতে প্রবেশ করবেন সেনাপতি। এরপর ২৪ ফেব্রুয়ারি মার্গী হবে। সাধারণত, গ্রহগুলির বিপরীতমুখী গতি রাশিদের উপর নেতিবাচক প্রভাব ফেলে, তবে মঙ্গলের রাশিচক্রের এই পরিবর্তন ৪টি রাশির ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। আপনিও আছেন সেই তালিকায়? জেনে নেওয়া যাক- 

মেষ রাশি- আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে শত্রুদের চিনতে শিখুন, তবে সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতি ভাল হবে। যে কোনও কাজে পরিবারের সমর্থন পাবেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। জীবনসঙ্গীর সঙ্গে বেড়ানোর পরিকল্পনা হতে পারে। 

বৃৃষ রাশি- মিথুন রাশিতে মঙ্গলের বিপরীতমুখী চলনে লাভবান হবেন বৃষ রাশি। যে কোনও কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে পারবেন। চাকরি ও ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। তবে নিজের কথার নিয়ন্ত্রণ রাখুন, নচেৎ কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যক্তিগত সম্পর্ক মজবুত হবে। 

তুলা রাশি- বছরের শুরুতেই মঙ্গলের চলনে ভাগ্যের চাকা ঘুরবে তুলা রাশির। যে কোনও হাত দিলেই সাফল্যের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবে। নতুন কোনও কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ে বড় বিনিয়োগ করতে পারে যা থেকে ভবিষ্যতে লাভ হবে। কঠিন পরিস্থিতি মোকাবিলা করার মানসিক শক্তি পাবেন।

কুম্ভ রাশি- বক্রী মঙ্গলের প্রভাবে প্রেম জীবন খুব সুখে কাটবে কুম্ভ রাশির। সম্পর্কে অনেক দিন ধরে অশান্তি চললে এবার তা মিটে যাবে। কাজের দারুণ এনার্জি পাবেন। সংসারে আর্থিক সংকট কাটবে। নতুন কোনও আয়ের উৎস খুঁজে পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন।