আজকাল ওয়েবডেস্ক: বার বার পরকীয়া করতেন। কিন্তু সেসব সম্পর্ক লুকিয়ে রাখতে পারতেন না। ধরা পড়ে যেতেন। শেষ পর্যন্ত এই সমস্যা সমাধানে এমন এক কৌশল নিলেন ৩০ বছর বয়সি জেম ব্যারেট যা দেখে চোখ কপালে উঠছে অনেকেরই। বহুগামিতা করেই খবরের শিরোনামে আমেরিকার লস এঞ্জেলেসের বাসিন্দা ওই যুবক।

বাড়ির বাইরে নয়, বাড়িতেই বহুগামিতার ব্যবস্থা করেছেন পেশায় রেকর্ডিং আর্টিস্ট ব্যারেট। পাঁচ প্রেমিকাকেই সঙ্গী করে ঘরে তুলেছেন তিনি। তাঁদের নাম ক্যামেরন, জেসিকা, রেটা, গ্যাবি এবং ডায়ানা। এমন জীবনযাত্রার কথা প্রকাশ্যে আসতেই যুবক সগর্বে এক সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি বৈচিত্র্য পছন্দ করি। শুধু নারী বলে নয়, আমি মানুষটাই এমন।” পাঁচ সঙ্গীর সঙ্গে ১১ জন সন্তান আছে ব্যারেটের।

কিন্তু হঠাৎ এই ব্যবস্থা কেন? যুবকের দাবি, খামোখা একজনকে লুকিয়ে অন্যজনের সঙ্গে থাকলে ঈর্ষা করতেন সঙ্গীরা। তার চেয়ে সবাই একসঙ্গে থাকাই ভাল। এতে তিনি সবাইকে আরও বেশি সময় দিতে পারছেন বলেও দাবি করেছেন যুবক। এমনকী সবার সঙ্গে সম্পর্ক আগের তুলনায় ভাল হয়েছে বলেও দাবি করেছেন তিনি।