আজকাল ওয়েবডেস্ক: গরম পড়তে না পড়তেই বেহাল দশা গোড়ালির। ফাটা এবং শুষ্ক গোড়ালিতে গরমে ধুলো বালি ঢুকে এমন অবস্থা হয় যে নিজের পা নিয়েই হীনম্মন্যতায় ভোগেন অনেকে। তাই নিয়মিত গোড়ালির যত্ন নেওয়া আবশ্যিক। গোড়ালি ভাল রাখার জন্য সবসময় পেডিকিয়োর করানোর দরকার নেই। ঘরোয়া পদ্ধতিতেও হতে পারে মুশকিল আসান।
উপকরণ
কফি গুঁড়ো - ২ চামচ
নুন - ১ চামচ
টুথ পেস্ট - পরিমাণ মতো
শ্যাম্পু - পরিমাণ মতো
পদ্ধতি
একটি পাত্রে দুই চামচ কফি গুঁড়ো নিয়ে তার সঙ্গে এক চামচ লবণ মিশিয়ে নিন। এর পর তর্জনীর সমান টুথ পেস্ট যোগ করুন, সঙ্গে দিয়ে দিন একপাতা শ্যাম্পু। এবার চামচ দিয়ে ভাল করে পেস্ট তৈরি করে নিন। মিশ্রণে কোনও ভাবেই জল দেবেন না। এবার এই পেস্ট পায়ের তলায় এবং ফাটা গোড়ালিতে আঙুল দিয়ে ভাল করে মাখিয়ে নিন। কিছুক্ষণ রেখে ধীরে ধীরে জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে তুলে ফেলুন। সপ্তাহে নিয়ম করে তিন বার এই পদ্ধতি অবলম্বন করুন। দেখবেন তুলতুলে হবে গোড়ালি, গোলাপী হবে পায়ের তলা।
