আজকাল ওয়েবডেস্ক: আজ ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। হিন্দুধর্মে মকর সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। এবারে অত্যন্ত শুভ যোগে পালিত হবে মকর সংক্রান্তি। কারণ আজই সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে। শনি বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতে। মকর ও কুম্ভ, এই দুইই হল শনির রাশি। সূর্য ও শনির এই যোগে মকর সংক্রান্তিতে ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির, আপনিও কি আছেন সেই তালিকায়? জেনে নিন- 

মিথুন-শনির আশীর্বাদে মিথুন রাশির সৌভাগ্যের দরজা খুলে যাবে। আর্থিক উন্নতির সুযোগ আসবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। ব্যবসায়ে বড় বিনিয়োগ করতে পারেন যা আপনার ভবিষ্যতে লাভজনক হবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। 

তুলা- সূর্য ও শনির কৃপায় কপাল খুলবে তুলা রাশির। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে। ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন। কেরিয়ারে উন্নতি সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। সহকর্মীরা সহযোগিতা করবেন।  

মকর- চলতি বছরে শনির সাড়ে সাতি দশা থেকে রেহাই পাবেন মকর রাশির মানুষেরা। ফলে অনেক দিনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায় বড় চুক্তি করতে পারেন। নতুন চাকরি পাওয়া সুযোগ রয়েছে। ঋণ শোধ করতে পারবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সমাজে মান-সম্মান বাড়বে। 

কুম্ভ- শনির সাড়ে সাতি দশার সবচেয়ে ক্ষতিকর দ্বিতীয় পর্যায় থেকে মুক্তি পাবেন কুম্ভ রাশির অধিকারীরা। একই সঙ্গে এই বছর রাহু আসবে কুম্ভ রাশিতে। ফলে মকর সংক্রান্তি থেকেই কুম্ভ রাশির সোনায় সোহাগা। ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। উপার্জন বাড়বে। যে কোনও কাজে পরিবারের সমর্থন পাবেন।