আজকাল ওয়েব ডেস্কঃ পোশাকের কদর সর্বত্র। কিন্তু জামাকাপড়ের অবাঞ্ছিত দাগ তোলার জন্য কেবলমাত্র সাবান ও ডিটারজেন্টের উপর ভরসা করতে হয়। কিন্তু ভাল পরিষ্কার হয় না। পছন্দের হালকা রঙের জামায় একটু দাগ লাগলেই সেটি বাদ পড়ে যায়। হাতের কাছেই রয়েছে কিছু ঘরোয়া উপকরণ ।যা নিমিষেই দূর করতে পারে কাপড়ের কড়া ও জেদি দাগ।
১: বাড়িতে ব্যবহৃত সাদা তোয়ালেতে তেল মশলার হলদেটে দাগ ও দুর্গন্ধ হলে চিন্তা নেই। দাগের ওপর টুথপেস্ট লাগিয়ে কিছুক্ষন রেখে দিন। বালতিতে গরম জল নিয়ে হাফ চামচ নুন ও খানিকটা লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে তোয়ালেটি ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। বালতি থেকে তুলে ঠান্ডা জলে ভাল করে রগড়ে ধুয়ে নিলেই তোয়ালের সাদা রঙ ফিরে আসবে।
২: হালকা রঙের পোশাক বা বেড কভারে রক্তের দাগ লাগলে সেটি জেদি দাগে পরিণত হয়। চিন্তা নেই, হাতের কাছেই রয়েছে সমাধান। দাগের জায়গাটি ঠান্ডা জলে ধুয়ে নিন। টুথপেস্ট ও লিকুইড ডিটারজেন্ট দাগের ওপর দিন। সঙ্গে দিন সামান্য ভিনিগার। খুব ভাল করে দাগের জায়গাটি ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। রক্তের দাগ উধাও হবে নিমেষেই।
৩: মাথার বালিশের কভার কিছুদিন ব্যবহার করলেই হালকা হলদেটে ভাব হয়। শুধু সার্ফ জলে কাচলে সেই দাগ তোলা অসম্ভব। ব্যবহার করুন অন্য পন্থা। বালতিতে নিন গরম জল। জলে সামান্য নুন, ভিনিগার ও লিকুইড ডিটারজেন্ট দিন। বালিশের কভারটি সেই জলে ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর জল থেকে তুলে ভালো করে রগড়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এইভাবে এক থেকে দুই দিন কাচলেই বালিশের কভার হবে নতুনের মতো।
৪: বিছানার তোষক বা ম্যাট্রেস পুরনো হলে হলদে হতে শুরু করে।তখন সেটি ফেলে দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না।তবে উপায় আছে।ছোট পাত্রে জল নিয়ে সামান্য নুন ও বেকিং সোডা মিশিয়ে দিন। মিশ্রণটিতে একটি স্পঞ্জ জাতীয় জিনিস চুবিয়ে নিয়ে দাগের ওপর ভাল করে ঘষে দিন। পুরনো জেদি দাগ উঠে যাবে অনায়াসেই।
আলমারির সবচেয়ে পছন্দের পোশাক বা সখের হালকা রঙের চাদর এবার নিশ্চিন্তে ব্যবহার করুন।দাগ লাগলে চিন্তা নেই। এই উপাদানগুলো ব্যবহার করলে দাগ উঠবে সহজেই।
