আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। আবার দুই গ্রহের মিলনে গুরুত্বপূর্ণ যোগ গঠিত হয়। যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। কিছু দিনের মধ্যে তেমনই চন্দ্র-বৃহস্পতির মিলনে গজকেশরী যোগ তৈরি হতে চলেছে৷ আগামী ২৯ এপ্রিল চন্দ্র মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে। যেখানে ইতিমধ্যেই উপস্থিত দেবগুরু বৃহস্পতি। অক্ষয় তৃতীয়ার আগে চন্দ্র-বৃহস্পতির এই মিলনের ফলে গজকেশরী রাজযোগ তৈরি হবে। যার প্রভাবে ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির।
বৃষ- বৃহস্পতি-চন্দ্রের মিলনে বৃষ রাশির ভাগ্যের চাকা ঘুরবে। আর্থিক সমস্যা মিটবে। যে কোনও কাজে উন্নতির পথ প্রশস্ত হবে৷ ব্যবসায়ে বড় চুক্তি করতে পারেন। চাকরিতে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন৷ সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে৷
কর্কট- কর্কট রাশির জীবনে সুদিন ফেরাবে গজকেশরী রাজযোগ। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। অনেক দিনের আটকে থাকা কাজ এবার শেষ করতে পারবেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মালিক হতে পারেন। সংসারে আর্থিক সংকট মিটবে।
তুলা- আচমকা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে। চাকরিতে পদোন্নতির সুযোগ পাবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীরা পূর্বের বিনিয়োগে লাভ পাবেন। জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে৷ ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান হবে৷
কুম্ভ- এপ্রিলের শেষ থেকে কুম্ভ রাশির ভাল সময় শুরু হবে। ভোগবিলাসের মধ্যে জীবন কাটবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে। সন্তানের থেকে কোনও সুখবর পাবেন।
