আজকাল ওয়েবডেস্ক: ক্যালসিয়াম, ফসফরাস, বি ভিটামিন, পটাসিয়াম এবং ভিটামিন ডি এর মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে বলে
দুগ্ধজাত দ্রব্যগুলিকে, সুষম খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হয়। শিশুদের বিকাশের জন্য এবং বয়স্কদের জন্য ডেয়ারি প্রোডাক্ট খুবই উপকারী। তবে দুগ্ধজাত দ্রব্যে খুব অল্প পরিমাণে হলেও স্যাচুরেটেড ফ্যাট থাকে। যা (এলডিএল) কোলেস্টেরলের মাত্রা এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে যাঁদের ইতিমধ্যেই হার্টের সমস্যা আছে তাঁদের অতিরিক্ত পরিমাণে দুগ্ধজাত দ্রব্য না খাওয়াই ভাল। সমীক্ষা মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন ২০০ গ্রাম ডেয়ারি প্রোডাক্ট খেতে পারেন।
কার্ডিওভাসকুলার সমস্যার ঝুঁকি কমাতে----
১. স্কিমড মিল্ক খেতে পারেন। এতে প্রয়োজনীয় পুষ্টি আছে, ফ্যাটের পরিমাণ কম।
২. লো-ফ্যাট য়োগার্ট খেতে পারেন। এতে বাড়তি চিনি থাকে না। স্যাচুরেটেড ফ্যাট এবং ক্যালোরির পরিমাণও কম।
৩. কটেজ চিজ বা স্কিমড মোজারেলা, খেতে পারেন খুব পরিমাণে।
৪. নিয়মিত দইয়ের তুলনায় উন্নত মানের প্রোটিন আছে গ্রীক দইয়ে। যা হৃদরোগীদের জন্য উপকারী।
কী খাবেন না?
ফুল ফ্যাট মিল্ক, ক্রিম চিজ হার্টের রোগীদের জন্য খুবই ক্ষতিকর।
দুগ্ধজাত দ্রব্যগুলিকে, সুষম খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হয়। শিশুদের বিকাশের জন্য এবং বয়স্কদের জন্য ডেয়ারি প্রোডাক্ট খুবই উপকারী। তবে দুগ্ধজাত দ্রব্যে খুব অল্প পরিমাণে হলেও স্যাচুরেটেড ফ্যাট থাকে। যা (এলডিএল) কোলেস্টেরলের মাত্রা এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে যাঁদের ইতিমধ্যেই হার্টের সমস্যা আছে তাঁদের অতিরিক্ত পরিমাণে দুগ্ধজাত দ্রব্য না খাওয়াই ভাল। সমীক্ষা মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন ২০০ গ্রাম ডেয়ারি প্রোডাক্ট খেতে পারেন।
কার্ডিওভাসকুলার সমস্যার ঝুঁকি কমাতে----
১. স্কিমড মিল্ক খেতে পারেন। এতে প্রয়োজনীয় পুষ্টি আছে, ফ্যাটের পরিমাণ কম।
২. লো-ফ্যাট য়োগার্ট খেতে পারেন। এতে বাড়তি চিনি থাকে না। স্যাচুরেটেড ফ্যাট এবং ক্যালোরির পরিমাণও কম।
৩. কটেজ চিজ বা স্কিমড মোজারেলা, খেতে পারেন খুব পরিমাণে।
৪. নিয়মিত দইয়ের তুলনায় উন্নত মানের প্রোটিন আছে গ্রীক দইয়ে। যা হৃদরোগীদের জন্য উপকারী।
কী খাবেন না?
ফুল ফ্যাট মিল্ক, ক্রিম চিজ হার্টের রোগীদের জন্য খুবই ক্ষতিকর।
