আজকাল ওয়েবডেস্ক: ফুটবলেও আছেন, ফ্যাশনেও আছেন। বেশ কিছু দিন আগেই নিজস্ব অন্তর্বাসের ব্র্যান্ড ‘হুগো বস’ খোলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। নিজের ব্র্যান্ডের প্রচারের জন্য নিজেই সেই অন্তর্বাস পরে মডেলিংও করেন তিনি। গোটা পৃথিবীতে তাঁর ভক্ত সংখ্যা কম নয়। তার উপর শরীরে কেবল অন্তর্বাস ছাড়া একটা সুতো পর্যন্ত নেই। কাজেই যা হওয়ার তাই হয়। দাবানলের মতো সেই ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই ছবির বিষয়ে নিজের শাশুড়ির করা একটি মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন তারকা ফুটবলার।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিকসকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বেকহ্যাম জানিয়েছেন, ছবি প্রকাশ পাওয়ার পর নিজের পরিবারের সামনেই মারাত্নক লজ্জায় পড়েন তিনি। নেপথ্যে তাঁর শাশুড়ির এক মন্তব্য। প্রসঙ্গত, বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া নিজেও একজন খ্যাতনামা শিল্পী। ভিক্টোরিয়ার মা জ্যাকি অ্যাডামসও ফিল্ম জগতে বেশ পরিচিত মুখ। জামাইয়ের অন্তর্বাস পরিহিত ছবি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন শাশুড়ি। জানান, তিনি এবং তাঁর বান্ধবীরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন জামাইয়ের ছবি। এমনকী ওই ছবিতে “সবই দেখা যাচ্ছে” বলেও মন্তব্য করেন তিনি।

স্বাভাবিক ভাবেই ৭৯ বছর বয়সি শাশুড়ির এহেন কথায় বেজায় লজ্জায় পড়েন বেকহ্যাম। নিজের মুখে একথা স্বীকার করেছেন ফুটবলার। নিজের মুখেই জানিয়েছেন, ভবিষ্যতে আর কোনও দিন মডেলিং না করারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি।