আজকাল ওয়েবডেস্ক: আপনি কী করেন? এমন প্রশ্নের উত্তরে কেউ বলবেন চাকরি, কেউ বলবেন ব্যবসা। কিন্তু সম্প্রতি এক তরুণীর পেশার কথা জানতে পেরে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ২৪ বছর বয়সি রুবি জেড নামের এক তরুণী জানিয়েছেন, তিনি পেশাদার গার্লফ্রেন্ড! হ্যাঁ, ঠিকই পড়ছেন। তরুণীর দাবি, তিনি পুরুষের সঙ্গে ভাল ভাল পোশাক পরে ডেটে যান, আর তার জন্যেই তাঁকে টাকা দেন পুরুষেরা।

নিজের পেশার কথা নেটমাধ্যমে নিজেই জানিয়েছেন রুবি। শুধু টাকা নয়, প্রেমিক প্রবরেরা বিভিন্ন ধরনের উপহারও দেন বলে জানিয়েছেন তিনি। গত এক মাসে টাকা ছাড়াও একটি প্লে স্টেশন, পিঠ ম্যাসাজ করার যন্ত্র, বই, টেডি বেয়ার এবং অ্যালেক্সা উপহার পেয়েছেন তিনি। সঙ্গে উপরি পাওয়া বিভিন্ন পাঁচতারা রেস্তোরাঁয় গিয়ে খাবার খাওয়ার সুযোগ। সঙ্গী চাইলে তাঁদের সঙ্গে থিম পার্ক, কিংবা বিদেশেও ছুটি কাটাতে যান তিনি। 

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা তরুণী জানিয়েছেন, বিষয়টির সঙ্গে যৌনতার বিন্দুমাত্র সম্পর্ক নেই। কোনও সঙ্গীর সঙ্গে তিনি ঘনিষ্ঠ হন না বলেই দাবি তাঁর। কেউ খুব জোর করলে তিনি সর্বোচ্চ হাত ধরতে দেন তাঁদের। সেই হাত ধরতে দেওয়ার বদলে তিনি ওই সঙ্গীর থেকে একটি সোনার গোলাপ ফুল নিয়েছেন বলেও জানিয়েছেন রুবি। তরুণীর এই ভিডিও ঝড় তুলেছে নেটপাড়ায়।