আজকাল ওয়েবডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণ৷ তারই মধ্যে অন্যতম পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি৷ বাংলা ক্যালেন্ডারে পৌষের শেষ দিন পিঠে-পুলি উৎসবে মেতে ওঠে বাঙালি। যুগ যুগ ধরে দুধ, ক্ষির, গুড়, নারকেলের পিঠের মিষ্টান্নের স্বাদ নিতে ভোলেন না বাংলার মানুষ। মঙ্গলবার সাড়ম্বরে পালিত হচ্ছে পিঠে পুলি উৎসব। আর সেই উৎসবে শামিল হন 'মায়া সত্য ভ্রম' ছবির কলাকুশলীরা। 

এদিন যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের কাছে প্রখ্যাত এক মিষ্টির দোকানে পিঠে পুলি পায়েসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানেই উপস্থিত ছিলেন 'মায়া সত্য ভ্রম' ছবির বহু তারকা। অনুষ্ঠানে পরিচালক শমীক রায়চৌধুরী সহ ছবির অভিনেতা সোহম মজুমদার, রানা বসু ঠাকুর, সন্দীপ ভট্টাচার্য, তানিয়া দাস নন্দী, চিত্রগ্রাহক প্রসেনজিৎ কোলে সহ আরও অনেকে আসেন।

শুধু নানা স্বাদের মিষ্টিমুখ নয়, এদিন আয়োজকদের তরফে একটি পুলি পিঠে রন্ধন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতার বিজেতারা 'মায়া সত্য ভ্রম' ছবির তারকাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। প্রতিযোগীরা ছাড়াও অনুষ্ঠানটি দেখতে ভিড় করেন দর্শকরা। তারকাদের সঙ্গে দর্শক, ক্রেতাদের বেশ হই হই করে কাটে পার্বনের দিন।