আজকাল ওয়েবডেস্ক: দাঁতের স্বাস্থ্য ভাল রাখতে দু"বেলা ব্রাশ করছেন, খাওয়ার পরে ভাল করে মুখ ধুচ্ছেন। অধিকাংশ মানুষই এটা করেন। তবু দাঁতের সমস্যা থেকে রেহাই পান না তাঁরা। কেন?
অনেকেই মনে করেন ভাল দাঁত মানেই ওরাল হেলথ ভাল। চিকিৎসকের দাবি, মুখের ভিতরে যেকোনও সমস্যায় আপনার সার্বিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। তাই যেকোনও উপসর্গ দেখলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন।
১. ব্রাশ করার সময় মাড়ি দিয়ে রক্ত পড়লে সাবধান। এটা খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। মাড়ির টিস্যুতে কোনও জটিল সমস্যা থেকে এটি হতে পারে।
২. মুখে যেকোনও রকমের ব্যথা হলে এড়িয়ে যাবেন না। হতে পারে তা ক্যাভিটি বা রুট ক্যানাল থেকে হওয়া কোনও ইনফেকশন। হার্ড ব্রাশ ব্যবহার করলেও ব্যথা হতে পারে।
৩. অতিরিক্ত ঠান্ডা খাবার খেলে যদি সেনসিটিভিটি হয়, তা থেকেও ব্যথা হতে পারে।
৪. খাবার গিলতে, বা চিবোতে অসুবিধা হলেও সাবধান থাকুন.
৫. দাঁতের গোড়ায় কোনও টিস্যু গ্রোথ, বা মাড়ি ফুলে যাওয়ার সমস্যা এড়িয়ে যাবেন না। শুধু তাই নয়, গালে জিভেও এই গ্রোথ হতে পারে। চিকিৎসকের মতে এটি ওরাল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ (সব ক্ষেত্রে নয়)।
অনেকেই মনে করেন ভাল দাঁত মানেই ওরাল হেলথ ভাল। চিকিৎসকের দাবি, মুখের ভিতরে যেকোনও সমস্যায় আপনার সার্বিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। তাই যেকোনও উপসর্গ দেখলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন।
১. ব্রাশ করার সময় মাড়ি দিয়ে রক্ত পড়লে সাবধান। এটা খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। মাড়ির টিস্যুতে কোনও জটিল সমস্যা থেকে এটি হতে পারে।
২. মুখে যেকোনও রকমের ব্যথা হলে এড়িয়ে যাবেন না। হতে পারে তা ক্যাভিটি বা রুট ক্যানাল থেকে হওয়া কোনও ইনফেকশন। হার্ড ব্রাশ ব্যবহার করলেও ব্যথা হতে পারে।
৩. অতিরিক্ত ঠান্ডা খাবার খেলে যদি সেনসিটিভিটি হয়, তা থেকেও ব্যথা হতে পারে।
৪. খাবার গিলতে, বা চিবোতে অসুবিধা হলেও সাবধান থাকুন.
৫. দাঁতের গোড়ায় কোনও টিস্যু গ্রোথ, বা মাড়ি ফুলে যাওয়ার সমস্যা এড়িয়ে যাবেন না। শুধু তাই নয়, গালে জিভেও এই গ্রোথ হতে পারে। চিকিৎসকের মতে এটি ওরাল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ (সব ক্ষেত্রে নয়)।
