আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ভোররাতে মৃত্যু যুবকের। দুর্ঘটনা নাকি খুন? প্রশ্ন উঠছে। ২২ বছরের নীশান্ত চৈধুরির মৃত্যু প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই যুবকের। যদিও মৃত্যু প্রসঙ্গে তাঁর পরিবার অন্য কথা বলছে। পরিবারীর অভিযোগ, নিছক দুর্ঘটনা হয়, যুবককে খুন করা হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হেস্টিংস থানার বাইরে যুবকের পরিবার জমায়েত করে।


নিউ আলিপুরে ওই যুবকের মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের দাবি, বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের।পরিবারের দাবি, ভোরে তাঁদের কাছে ফোন আসে। তাতে বলা হয় নিশান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরেই এসএসকেএম হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, নিশান্তের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, রাত তিন্টে নাগাদ দুর্ঘটনা ঘটে। দুটি ট্রেলারের মাঝে পড়ে যান ওই যুবক, প্রাথমিক অনুমান তেমনটাই। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্ঘটনার সময় এক যুবতীও বাইকে ছিলেন। তাঁর বয়ান নিয়েও প্রশ্ন উঠছে বলে খবর সূত্রের।