আজকাল ওয়েবডেস্ক: পলিগ্রাফে সম্মতি ছিল।‌ কিন্তু নারকো অ্যানালাইসিস টেস্ট-এর জন্য সম্মতি দিল না আরজি কর কাণ্ডে ধৃত কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই। শুক্রবার শিয়ালদহ আদালতে সে এই পরীক্ষায় আপত্তি জানায় এবং বিচারক তার আপত্তির জন্য সিবিআইকে এই পরীক্ষার অনুমতি দেয়নি। 

 

গত মাসে আরজি কর-এ তরুণী চিকিৎসকের ধর্ষণের পর কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয় সঞ্জয়। পুলিশ দাবি করেছিল, সঞ্জয় এই ঘটনায় সরাসরি জড়িত। এরপর আদালতের নির্দেশে মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। সিবিআই সঞ্জয়কে নিজেদের হেফাজতে নেয়। তদন্তের প্রয়োজনে তার পলিগ্রাফ টেষ্টও করা হয়। 

 

কিন্তু পলিগ্রাফ টেষ্টের পরেও তদন্তকারীদের সন্দেহ, সঞ্জয়ের থেকে তাদের আরও অনেক কিছু জানার আছে বা আদৌ সঞ্জয় কিছু জানে কিনা বা জানলেও কতটা জানে সে বিষয়ে নিশ্চিত হতেই তার নারকো টেষ্ট করা জরুরি। কিন্তু শেষপর্যন্ত সঞ্জয় অনুমতি না দেওয়ায় বিচারকের অনুমতিও পাওয়া যায়নি। 

 

কীভাবে হয় টেষ্ট? যার এই টেষ্ট হবে তাকে সোডিয়াম ইঞ্জেকশন দেওয়া হয়। যার প্রভাবে তার কল্পনাশক্তি সাময়িকভাবে কাজ করে না। এর ফলে তাকে প্রশ্ন করলে সে ভেবেচিন্তে উত্তর বা বানিয়ে বানিয়ে কিছু বলতে অসমর্থ হয়। তদন্তকারীরা তার থেকে তথ্য জানার পর তদন্ত এগিয়ে যান।