আজকাল ওয়েবডেস্ক: বুধবার মধ্যরাতে শহরের বিভিন্ন প্রান্তে 'মেয়েরা রাত দখল করো' আন্দোলনে সামিল হবেন মেয়েরা। এমনকী সাধারণ নাগরিকরাও নারী স্বাধীনতার আন্দোলনে যোগদান করবেন। এই পরিস্থিতিতে বুধবার রাতে অতিরিক্ত মেট্রো, বাস চলবে কলকাতায়। আন্দোলনে পৌঁছতে যাতে কারও অসুবিধা না হয়, সেই জন্যেই এই সিদ্ধান্ত।
কলকাতা মেট্রো কর্তপক্ষ জানিয়েছেন, আজ রাতে দমদম ও কবি সুভাষ থেকে বাড়তি দু'টি মেট্রো চালানো হবে। খোলা থাকবে টিকিট কাউন্টার। দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে রাত ১০টা এবং ১০টা ২০ মিনিটে দু'টি মেট্রো ছাড়বে। দু'টি স্টেশনেই শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। থাকছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।
মেট্রোর পাশাপাশি আজ গভীর রাতে কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন ( CITU)-এর সব গাড়ি কাল রাস্তায় থাকবে। কলকাতা বাস-ও-পেডিয়া আজ রাতে বিনামূল্যে মহিলাদের পরিষেবা দেবে বলে জানিয়েছে। হাওড়া, শিয়ালদহ, শ্যামবাজার একাধিক রুটে চলবে তাদের বাস।
কলকাতা মেট্রো কর্তপক্ষ জানিয়েছেন, আজ রাতে দমদম ও কবি সুভাষ থেকে বাড়তি দু'টি মেট্রো চালানো হবে। খোলা থাকবে টিকিট কাউন্টার। দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে রাত ১০টা এবং ১০টা ২০ মিনিটে দু'টি মেট্রো ছাড়বে। দু'টি স্টেশনেই শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। থাকছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।
মেট্রোর পাশাপাশি আজ গভীর রাতে কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন ( CITU)-এর সব গাড়ি কাল রাস্তায় থাকবে। কলকাতা বাস-ও-পেডিয়া আজ রাতে বিনামূল্যে মহিলাদের পরিষেবা দেবে বলে জানিয়েছে। হাওড়া, শিয়ালদহ, শ্যামবাজার একাধিক রুটে চলবে তাদের বাস।
