আজকাল ওয়েবডেস্ক: ২৭ আগস্ট, ছাত্রসমাজের ডাকে নবান্ন অভিযান কর্মসূচি ছিল। সেখানেই ছাত্রসমাজের ইটের ঘায়ে আহত হন একাধিক পুলিশকর্মী। চোখে গুরুতর আঘাত পান কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। ইতিমধ্যে চোখে অস্ত্রোপচার হয়েছে। তারপর থেকেই বাড়িতে রয়েছেন তিনি। এর মধ্যেই কলকাতা পেয়েছে নয়া নগরপাল।
রবিবার কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা যান দেবাশিসের হাওড়ার বাউড়িয়ার শ্যামসুন্দর চকের বাড়িতে। কথাও হয় অন্তত আধঘণ্টা। কী কথা হল দুজনের? এদিন দেবাশিসের বাড়ি থেকে বেরিয়ে নগরপাল বলেন, 'চোখে আঘাত রয়েছে। সুস্থ হচ্ছেন দিনে দিনে।' তাঁর কাজে যোগ দেওয়া প্রসঙ্গে মনোজ বর্মা জানান, তাতে একটু সময় লাগবে।
আজকাল ডট ইনকে দেবাশিসের পরিবার জানিয়েছে, 'কলকাতা পুলিশ সমস্ত সহযোগিতা করবে দেবাশিসের সুস্থতার জন্য। কলকাতার নগরপাল মনোজ বর্মা আশ্বস্ত করেছেন পরিবারকে, ভবিষ্যতে অন্য কোনও রাজ্যে অত্যাধুনিক চিকিৎসার জন্য দেবাশিসকে যেতে হলে কলকাতা পুলিশের সহায়তা পাবেন তিনি।' পরিবার আরও জানিয়েছে, 'বর্তমানে তিনি আগের থেকে অনেকটা স্থিতিশীল। যদিও ভিসন লস ট্রিটমেন্ট এখনও পর্যন্ত শুরু করা যায়নি। '
