আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে এবার জাস্টিস চাইলেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ধর্ষণ ও খুনের ঘটনায় শীর্ষ আদালতের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করলেন তিনি। এক সাক্ষাৎকারে রাত দখলের আন্দোলনকে সমর্থন করেছেন সৌরভ। তাঁর কথায়, সুপ্রিম কোর্টের বিচার যেন গোটা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে। সৌরভের কথায়, রায় যেন এমন হয় যে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কাজ না করতে পারে। প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর আরজি কর কাণ্ডে ফের শীর্ষ আদালতে হবে শুনানি। সিবিআইয়ের কাছে স্টেটাস রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট।
সৌরভের কথায়, ‘শীর্ষ আদালতের এদিনের অর্ডার এখনও শুনিনি। কিন্তু অরাজনৈতিক এই আন্দোলনকে আমি সমর্থন করি। গোটা সমাজ যেভাবে রাস্তায় নেমে এসেছে, তাকে কুর্নিশ জানাই। শীর্ষ আদালতকে আমার অনুরোধ যত দ্রুত সম্ভব এই মামলার রায় দিন।’ এরপরই সৌরভের সংযোজন, ‘রায় যেন গোটা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে। এরকম কাজ করার আগে কেউ যেন দু’বার ভাবে।’
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর এখনও অবধি তিন বার রাত দখল অভিযান হয়েছে। প্রতিবারই এসেছে স্বতস্ফূর্ত সাড়া। সোমবার আবার শিলিগুড়িতে ভোর দখলের ডাকও দেওয়া হয়েছিল। এবার আরজি কর কাণ্ডে সৌরভও চাইলেন জাস্টিস।
