আজকাল ওয়েবডেস্ক: ঘটনার এক সপ্তাহ পার। আরজি কর কাণ্ডে দিনে দিনে বাড়ছে উত্তাপ। শুক্রবার মিছিল, আন্দোলন, প্রতিবাদে সারাদিন একপ্রকার অবরুদ্ধ ছিল শহর। হাসপাতালগুলিতে আরজি করের কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যুর ঘটনায় প্রতিবাদ চলছে। দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এর মাঝেই ভাঙচুর চলেছে ওই হাসপাতালে, প্রতিবাদ তীব্র হয়েছে তার বিরুদ্ধেও।
এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে সিবিআই। শুক্রবার পথে নেমেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাছাড়া গেরুয়া শিবিরের শ্যামবাজার, নাগেরবাজারে মিছিল-সহ শুক্রবার শহরের নানা জায়গায় প্রতিবাদ মিছিল বেরিয়েছিল।
শনিবার সকালে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে তালিকা দিয়ে জানানো হয়েছে, দিনভর কোথায় কোথায় মিছিল রয়েছে এদিন। একাধিক মিছিলের কারণে শহরের যান চলাচল, ট্রাফিক ব্যবস্থা ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে।
দুপুর ২টা নাগাদ মিছিল থাকবে জওহর লাল নেহেরু রোড, পার্কস্ট্রিট, এক্সাইড ক্রসিং, এজেসি বোস রোড। প্রায় একই সময়ে অবরুদ্ধ থাকবে এমজি রোড এবং কলেজ স্ট্রিটের অংশ। বিকেল ৫টার দিকে মিছিল থাকবে এস পি মুখার্জি রোড, বিড়লা প্ল্যানেটরিয়াম, ক্যাথেড্রাল রোড, জওহর লাল নেহেরু রোড, এ টি এম রোডে। একই সময়ে অবরুদ্ধ থাকবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়, আর জি কর রোড। উল্লেখ্য, রিক্লেইম দ্য নাইটের পর, এদিন কলেজস্ট্রিট থেকে দুপুর সাড়ে ৩টায় আরজি করের উদ্দেশে শুরু হবে রিক্লেইম দ্য রাইট-এর প্রতিবাদ মিছিল। গন্তব্য আরজি কর হাসপাতাল।
