আজকাল ওয়েবডেস্ক : বিজয়গড় অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। রাত্রি দশটা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কারখানায় আগুন লেগেছে। 

 

একটি পোশাকের কারখানায় আগুন লাগে। দমকলের ৩ টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। একটি মিষ্টির দোকানের পাশের কারখানায় আগুন লাগে। ভারতী ক্লাবের পাশে আগুন লাগে। 

 

আগুন নেভাতে দমকলের আরও ইঞ্জিন আসতে পারে বলে খবর। আশেপাশে বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে দমকল আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাদের সঙ্গে কাজ করছেন স্থানীয় মানুষরাও। তবে কাপড়ের কারখানা হওয়ার ফলে আগুন নিয়ন্ত্রণ করতে আরও কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  ভিতরে কয়েকজন ছিল। তাদেরকে নিরাপদে বের করা হয়েছে।