আজকাল ওয়েবডেস্ক:  শনিবার দুপুরে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দশ দফা দাবি নিয়ে ধর্মতলায় অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। এদিনই আন্দোলনকারী চিকিৎসকদের ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, আপনারা কাজে যোগ দিন। ছাত্র নির্বাচনের যে দাবি আপনারা রেখেছেন তা একেবারেই ন্যায্য। আমাকে চার মাস সময় দিন। আমি কথা দিচ্ছি রাজ্যের সব মেডিক্যাল কলেজে নির্বাচন হবে’।

 

মুখ্যমন্ত্রী জানান, ডাক্তাররা প্রথমে যে পাঁচ দফা দাবি নিয়ে আলোচনায় বসেছিলেন তার মধ্যে চারটিই মেনে নিয়েছিল রাজ্য। একটি দাবি মানা সম্ভব হয়নি স্বাস্থ্যসচিবের অপসারণ। মুখ্যমন্ত্রী বলেন, ‘সবাইকে একসঙ্গে সরিয়ে দিলে স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়বে। দিদি হিসেবে আপনাদের অনুরোধ করছি, আপনারা কাজে যোগ দিন’। শনিবার দুপুরে হঠাৎই জুনিয়র চিকিৎসকদের অনশনস্থলে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। সঙ্গে দেখা গিয়েছে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জিকেও।

 

অনশনমঞ্চে গিয়ে এদিন অনশনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে দেখা যায় রাজ্য সরকারের দুই প্রতিনিধিকে। হ্যান্ড মাইক নিয়ে তাঁরা কথা বলেন অনশনকারী চিকিৎসকদের সঙ্গে। তারপর সেখানে বসেই ফোন করা হয় মুখ্যমন্ত্রীকে। আলাদা করে তিনি কথা বলেন, আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদারের সঙ্গেও। উল্লেখ্য, শুক্রবার জুনিয়র চিকিৎসকরা সিনিয়রদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকের পর ঠিক হয় সোমবার পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। তার মধ্যে সরকার যদি দশ দফা দাবি না মানে তাহলে মঙ্গলবার রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে ধর্মঘট হবে।