আজকাল ওয়েবডেস্ক: মহুয়া মৈত্র। তৃণমূলের সাংসদ। সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন, আরজিকর কাণ্ডে ভুয়ো তথ্য না ছড়ানোর। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদ দেশ জুড়ে। উচ্চ আদালত থেকে এই মামলা মঙ্গলবার গিয়েছে দেশের শীর্ষ আদালতে। 

 

তবে এই সময়কালে আরজি কর ঘটনা নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে যেমন। তেমনই গুজব ছড়িয়েছে একাধিক তথ্যে। ইতিমধ্যে কলকাতা পুলিশের পক্ষও থেকেও বারবার বলা হয়েছে, ভুয়ো তথ্য না ছড়ানোর জন্য। একই বার্তা সাংবাদিক সম্মেলনে দেন কলকাতার পুলিশ কমিশনার।

 

এর মধ্যেই সামনে এসেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর টুইট। সেখানে তিনি লিখেছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৩ চিকিৎসকের উপস্থিতিতে  ওই চিকিৎসকের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত থেকে প্রাপ্ত তিনটি তথ্যের উল্লেখও করেছেন তিনি। তারপরেই তিনি ভুয়ো খবর না ছড়ানোর আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, ঘটনার শুরু থেকেই দোষীদের শাস্তি চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দোষীদের ফাঁসি, দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পথে নেমছেন মমতা ব্যানার্জি। এই মুহূর্তে এই ঘটনার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।