আজকাল ওয়েবডেস্ক: তবে কি গলছে বরফ? রাজ্যের মুখ্যসচিবের তরফে মেল করা হল জুনিয়র ডাক্তারদের। মেল করে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ছ'টা নাগাদ কালীঘাটে নিজের বাসভবনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যমন্ত্রী। সেখানে লেখা হয়েছে, কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় যেতে পারবেন জুনিয়র চিকিৎসদের ১৫ জনের প্রতিনিধি দল। সরকারের তরফে ই-মেল পাওয়ার পরেই জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে বৈঠক করেন। তবে, জানা যাচ্ছে, ১৫ জন নয়, চিকিৎসকরা আগের দিনের মত ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই বৈঠকে যেতে চান। নিজেদের মধ্যে আলোচনা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তাররা জানিয়ে দেন, 'আমরা আগের দিনের মতোই ৩০ থেকে ৩২ জন যাব এবং যে পাঁচ দফা দাবির কথা  বলে আসছি সেই দাবি নিয়েই আলোচনা করব।'

 

 

 

উল্লেখ্য, শনিবার সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত হয়ে 'দিদি' হিসেবে তাঁদের দাবিগুলি বিবেচনার আশ্বাসের পাশাপাশি কাজে ফেরার আবেদন জানান। এরপরেই নিজেদের মধ্যে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে বিকেল ৪.১০ নাগাদ ই-মেল করে জানান, তাঁরা আলোচনায় বসতে চান।  মেলে জুনিয়র ডাক্তাররা জানান, 'এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনার এখানে আসাটা আমরা খুবই সদর্থক বলে মনে করছি। আপনার সঙ্গে স্বচ্ছতা বজায় রেখে আলোচনার জন্য আমরা খুবই আগ্রহী।' সময় এবং স্থান জানানোর জন্য ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে আবেদন করেন। চিকিৎসকদের ই-মেলের ঘণ্টাখানেকের মধ্যেই সাড়া মেলে প্রশাসনের তরফে।

 

 

 

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার নবান্নে পৌঁছেও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়নি জুনিয়র ডাক্তারদের। তাঁদের দাবি ছিল বৈঠকের 'লাইভ স্ট্রিমিং'। নিজে মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে চেয়ে তাঁদের জন্য দু'ঘন্টা অপেক্ষা করেছিলেন। রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের জানিয়েছিল, লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। গোটা আলোচনার ভিডিও রেকর্ডিং করা হবে।  কেন লাইভ স্ট্রিমিং সম্ভব নয় তার ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিষয়টি যেহেতু বিচারাধীন তাই লাইভ স্ট্রিমিং করা যাবে না। 

 

 

বৈঠক চেয়ে এদিন যে মেলটি করা হয়েছে সেখানে সরাসরি লাইভ স্ট্রিমিং শব্দ দুটির উল্লেখ না থাকলেও বারবার জুনিয়র ডাক্তাররা যে শব্দটিতে জোর দিয়েছেন সেটি হল ট্র্যানস্পারেন্সি বা স্বচ্ছতা। নিজেদের 'ফাইভ পয়েন্ট ডিমান্ডস' বা পাঁচটি দাবির কথা বললেও এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দু'পক্ষের অনুমোদনে স্বচ্ছতা বজায় রেখে এই আলোচনা হোক।