অরিন্দম মুখার্জি: বছরভর কাজ। আর তারই ফল স্বরূপ সম্মাননা দক্ষিণ দমদম এর পৌরসভার পৌরপ্রধানকে। ২০২২ এর মার্চ মাস থেকে দীর্ঘদিন ধরে দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান ঘরে এবং বাইরে সমস্ত কাজ দশভূজা হয়ে সামলে চলেছেন। দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত যুব সম্প্রদায় এবং প্রবীণ নাগরিককেরা যে তাঁর উপরে ভরসা রাখেন, তা এলাকায় ঢুঁ মারলেই বোঝা যায়। বিভিন্ন রকম বিকাশমূলক কাজের জন্য দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান কস্তুরী চৌধুরীর নাম সর্বজনবিদিত এলাকায়। জনগণের সকলের অভাব-অভিযোগ শোনেন, শুনে তাদের সমস্যাগুলি দ্রুততার সঙ্গে সমাধানও করে থাকেন তিনি।
কস্তুরী চৌধুরী সম্বন্ধে অনেকেই বলেছেন, তিনি যেভাবে পৌরসভার কাজ দেখেন এবং সকলের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে যেভাবে কাজ করেন তা অতুলনীয়। ব্যতিক্রম, বিভিন্ন সময় তিনি এত রকম উন্নয়নমূলক কাজ করেন, সাম্প্রতিককালে কস্তুরী চৌধুরীর নাম শিরোনামে উঠে আসে প্রবীণ নাগরিকদের মাঠ এবং কালভার্ট সংস্করণ কাজের মাধ্যমে। যেভাবে তিনি পরিষেবা প্রদান করেছেন, তার ফলস্বরূপ এলাকার যুবসম্প্রদায়, তাঁর জন্মদিনে এক বিশেষ আয়োজন করেছিলেন। জন্মদিনে সকলে উপস্থিত হন। কাটা হয় কেক। তবে আনন্দ-উৎসবের মাঝেও তিনি কাজের মাঝেই ছিলেন সেদিনও। নাম প্রকাশে অনিচ্ছুক, এলাকার এক বাসিন্দা বলেন, ' আশা করব এই ভাবেই আগামিদিনগুলিতে উনি জনসাধারণের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে আরও উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকারকে দিশা দেখাবে তথা দক্ষিণ দমদম পৌরসভার কর্মকাণ্ডের এক বড় রূপকার হিসেবে নিজেকে জনসাধারণের কাজে আরও বেশি করে নিমোজ্জিত করবেন।
