আজকাল ওয়েবডেস্ক: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী ৭ ডিসেম্বর ‘পাঁচ লক্ষ কণ্ঠে’ গীতা পাঠের আয়োজন করা হয়েছে। আয়োজক সংগঠন ‘সনাতন সংস্কৃতি সংসদ’। ২০২৩ সালেও ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠে’র আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচি উপলক্ষে বহু মানুষের সমাগম হতে পারে ব্রিগেডে। তাই ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

শুক্রবার একটি বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদ কর্তৃক আয়োজিত গীতা পাঠ অনুষ্ঠান উপলক্ষে বিপুল সংখ্যক প্রত্যাশিত ভক্তদের সুষ্ঠুভাবে যাতায়াতের সুবিধার্থে, পূর্ব রেলওয়ের শিয়ালদহ এবং হাওড়া শাখায় ৭ ডিসেম্বর ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

শিয়ালদহ শাখায় ১৪টি ইএমইউ স্পেশাল ট্রেন বিভিন্ন দিকে চলবে-

• কৃষ্ণনগর–শিয়ালদহ ইএমইউ স্পেশাল ট্রেন কৃষ্ণনগর থেকে ০৫:৫০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে ০৮:১০ মিনিটে এবং শিয়ালদহ–কৃষ্ণনগর ইএমইউ স্পেশাল ট্রেন শিয়ালদহ থেকে ১৬:০০ মিনিটে ছেড়ে কৃষ্ণনগর পৌঁছাবে ১৮:২৭ মিনিটে।

• শান্তিপুর–শিয়ালদহ ইএমইউ স্পেশাল ট্রেন শান্তিপুর থেকে ০৫:১৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে ০৭:২৫ মিনিটে এবং শিয়ালদহ–শান্তিপুর ইএমইউ স্পেশাল ট্রেন শিয়ালদহ থেকে ১৫:২০ মিনিটে ছেড়ে শান্তিপুর পৌঁছবে ১৭:৫০ মিনিটে।

• বনগাঁ–শিয়ালদহ ইএমইউ স্পেশাল ট্রেন বনগাঁ থেকে ০৬:০০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে ০৮:০০ মিনিটে এবং শিয়ালদহ–বনগাঁ ইএমইউ স্পেশাল ট্রেন শিয়ালদহ ছেড়ে ১৭:০৫ মিনিটে। বনগাঁ পৌঁছবে ১৯:০০ টায়।

• হাসনাবাদ-শিয়ালদহ ইএমইউ স্পেশাল হাসনাবাদ থেকে সকাল ৬:০০ টায় ছেড়ে শিয়ালদহ পৌঁছবে ০৮:২৫ টায়। শিয়ালদহ-হাসনাবাদ ইএমইউ স্পেশাল শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:৩২ টায় ছেড়ে হাসনাবাদ পৌঁছবে ১৯:৪০ টায়।

• শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর ইএমইউ স্পেশাল শিয়ালদহ থেকে বিকেল ৪:০৫ টায় ছেড়ে লক্ষ্মীকান্তপুর পৌঁছবে ১৭:৪০ টায়। এবং লক্ষ্মীকান্তপুর-বালিগঞ্জ ইএমইউ স্পেশাল লক্ষ্মীকান্তপুর থেকে সকাল ৬:১৫ টায় ছেড়ে বালিগঞ্জ পৌঁছবে ০৭:১৫ টায়।

• ডায়মন্ড হারবার-শিয়ালদহ ইএমইউ স্পেশাল ডায়মন্ড হারবার ছাড়বে সকাল ৭:০৫ টায় এবং শিয়ালদহ পৌঁছবে ০৮:৪৫ টায়। শিয়ালদহ-ডায়মন্ড হারবার ইএমইউ স্পেশাল শিয়ালদহ থেকে বিকেল ৪:১০ টায় ছেড়ে ডায়মন্ড হারবার পৌঁছবে ১৭:৫৫ টায়। 

• ক্যানিং–শিয়ালদহ ইএমইউ স্পেশাল ক্যানিং থেকে ০৭:০৫ টায় ছেড়ে শিয়ালদহ পৌঁছবে ০৮:২২ টায়। শিয়ালদহ–ক্যানিং ইএমইউ স্পেশাল শিয়ালদহ থেকে ১৭:৩৫ টায় ছেড়ে ক্যানিং পৌঁছবে ১৮:৪৫ টায়। 

হাওড়া শাখায় ছ’টি বিশেষ ট্রেন বিভিন্ন দিকে চলবে-

• রামপুরহাট–হাওড়া মেমু স্পেশাল (ভায়া আহমেদপুর-কাটোয়া) রামপুরহাট থেকে ০৪:০০ টায় ছেড়ে হাওড়ায় ০৯:৫০ টায় পৌঁছবে এবং হাওড়া – রামপুরহাট মেমু স্পেশাল (ভায়া আহমেদপুর-কাটোয়া) হাওড়া থেকে ১৬:৪০ টায় ছেড়ে রামপুরহাটে ২২:২০ টায় পৌঁছবে।

• বর্ধমান–হাওড়া ইএমইউ স্পেশাল (ভায়া ডানকুনি) বর্ধমান থেকে ০৬:৩০ টায় ছেড়ে হাওড়ায় ০৮:৪০ টায় পৌঁছবে এবং হাওড়া–বর্ধমান ইএমইউ স্পেশাল (ভায়া ডানকুনি) হাওড়া থেকে ০৬:০০ টায় ছেড়ে ১৮:১০ টায় বর্ধমানে পৌঁছবে।
• আরামবাগ-হাওড়া ইএমইউ স্পেশাল (শেওড়াফুলি হয়ে) আরামবাগ থেকে ০৬:২৭ মিনিটে ছেড়ে হাওড়ায় ০৮:৫০ মিনিটে পৌঁছবে এবং হাওড়া-আরামবাগ ইএমইউ স্পেশাল (শেওড়াফুলি হয়ে) হাওড়া থেকে ১৬:২০ মিনিটে ছেড়ে আরামবাগে ১৮:৩৫ মিনিটে পৌঁছবে।

লোকসভা নির্বাচনের প্রাক্কালে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচি হয়েছিল। তবে সেই কর্মসূচিতে সত্যিই এক লাখ মানুষের সমাবেশ হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও সংগঠকরা দাবি করেছিল, লক্ষাধিক মানুষের সমাবেশ হয়েছিল। এত জনের একসঙ্গে গীতাপাঠে বিশ্বরেকর্ড তৈরি হয়েছে। এই বছর কত লোকের সমাগম হয় তা দেখার।