আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার নবান্নে রাতভর দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে জেগে থাকার পর শুক্রবার সকালে জেলাশাসক এবং অন্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একদিকে যেমন পরিস্থিতি মোকাবিলা, সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার কথা বললেন। তেমনই সতর্ক করলেন প্রশাসনকে। উৎসবের মরশুমে গোষ্ঠী কোন্দল লাগিয়ে অশান্তির চেষ্টা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, ভেস্তে দিতে হবে এই ষড়যন্ত্র। 

এদিন মুখ্যমন্ত্রী কালীপুজো, ছোট পুজো, জগদ্ধাত্রী পুজো সুষ্ঠ ভাবে সম্পন্ন করার কথা বলেন। তারপরেই বলেন, ‘কামারহাটি থেকে শুরু করে, যাতে কোনও গোষ্ঠী হিংসা না হয়।রাজ্য জুড়ে গোষ্ঠী হিংসার পরিকল্পনা চলছে। কোনও কোনও দুষ্টূ লোক আছে। আমি এদের রাজনৈতিক বলতে চাই না। শুধু দুষ্টুমির পরিকল্পনা করে। সেটা ভেস্তে দিতে হবে।‘ আইবি, এসটিএফ এবং পুলিশের সোর্সকে সতর্ক থাকার বার্তা দেন।

গতকালের হাওড়ার ঘটনা উল্লেখ করে মমতা বলেন, ‘কাল হাওড়ায় সুযোগ নিয়ে, ঝড়-বৃষ্টির সময় একজনকে খুন করে চলে গেল। এরা এই সময়গুলো খোঁজে।‘ ওই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, এইসব ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আরও বেশি সতর্কতা প্রয়োজন। পুলিশকে বুদ্ধির সঙ্গে প্রতিমুহূর্তে কাজ করতে হবে বলে উল্লেখ করেন। বলেন, আসলে এইসব সুযোগ নেওয়া হয় উৎসবের সময়, দুর্যোগের সময়। টেরিটি বাজারের অগ্নিকাণ্ডের প্রসংও উঠে আসে এদিন মমতার কথায়। সতর্ক করেন পরিস্থিতি বিচারে ব্যবস্থা গ্রহণের বিষয়ে, সবাইকে তাঁদের দায়বদ্ধতার কথা মনে করালেন এদিন মুখ্যমন্ত্রী।