আজকাল ওয়েবডেস্ক: দিনের আলোয় খাস কলকাতায়, ভরা বাজারে হামলা সোনার দোকানে। পরিকল্পনা সোনার দোকান লুঠ করা। বাধা দিলে হামলা দোকানির উপর, চলল ছুরির কোপ। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক। 

 

ঠিক কী ঘটেছে? স্থানীয়রা জানাচ্ছেন, মুকুন্দপুরের এক সোনার দোকানে রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ হামলার ঘটনা ঘটেছে। প্রথমে ক্রেতা সেজে দু' জন দোকানে ঢোকে বলে জানা গিয়েছে। পরে চেষ্টা চলে লুঠের। দোকানি দুষ্কৃতীদের একজনকে ধরে ফেললে, তাঁর গলায় ছুরির কোপ বসানো হয় বলে জানা গিয়েছে। মুকুন্দুপুর বাজারের গীতাঞ্জলি জুয়েলার্সে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রাই রক্তাক্ত সঞ্জয় সরকারকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দোকান মালিক। 

 

ইতিমধ্যে ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে।