আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষ ‘ঘনিষ্ঠ’ আশিস পাণ্ডে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সিবিআই। হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে আশিস পাণ্ডেকে। এর আগে হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় আশিস পাণ্ডেকে দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তার কিছুদিন পরেই এই মামলায় গ্রেপ্তার করা হল।

 

এখনও পর্যন্ত এই মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও। আরজি করের ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর একাধিক গ্রেপ্তারি দেখা গিয়েছে এই ঘটনায়। তরুণী চিকিৎসকের খুনের ঘটনার পাশাপাশি সিবিআই তদন্ত করছে আর্থিক দুর্নীতি মামলাতেও। সেই মামলায় আগেই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হন। তারপর এদিন গ্রেপ্তার করা হল আশিস পাণ্ডেকে। জানা গিয়েছে, তিনি হাসপাতালেরই হাউজস্টাফ।

 

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় রাজ্য থেকে গোটা দেশ। একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। প্রশ্ন উঠেছে হাসপাতালে নিরাপত্তা, থ্রেট কালচার নিয়ে। এমনকি বৃহস্পতিবার সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বিশেষ মিটিং হয় জুনিয়র চিকিৎসকদের। জানা গিয়েছে, জুনিয়রদের কাজে ফেরার অনুরোধ জানানো হয়েছে। সিনিয়র চিকিৎসকরা অনুরোধ জানিয়েছেন, যদি কর্মবিরতি তুলে নিয়ে আন্দোলন চালানো যায়। এই পরিস্থিতিতেই ফের আর্থিক দুর্নীতির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।