আজকাল ওয়েবডেস্ক: স্কুলের উদ্দেশে রওনা, পুলকার থেকে নামতেই আচমকা অসুস্থ খুদে, তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হল না। মৃত্যু হয়েছে চার বছরের পড়ুয়ার। 

খাস কলকাতায় এই ঘটনা ঘটেছে শুক্রবার। জানা গিয়েছে ওই খুদে মধ্য কলকাতার এক স্কুলের পড়ুয়া। শুক্রবার বাড়ি থেকে অন্যান্য দিনের মতোই পুলকারে চড়ে স্কুলের উদ্দেশে রওনা দিয়েছিল সে। 

পুলকার থেকে নামতেই শুরু হয় বমি। স্কুলেও বেশ কয়েকবার বমি করেছে বলে জানা যায়। পুলকার চালক এবং অন্যান্যরা প্রথমে তাকে স্থানীয় বেসরকারি  জিডি হাসপাতাল এবং পরে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার।

ইতিমধ্যে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। অপেক্ষা ময়নাতদন্ত রিপোর্টের। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ যোগাযোগ করেছে স্কুল এবং পরিবার, দু' পক্ষের সঙ্গেই। শিশুর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।