আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে মাত্র চতুর্থ ম্যাচ। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ৩৯ বলে শতরান করলেন প্রিয়াংশু আর্য। কয়েকদিন আগে আইপিএলে অভিষেকে ৪৭ রান করেছিলেন। এদিন পাঁচবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য ছিলেন পাঞ্জাব কিংসের তরুণ ওপেনার। ৯টি ছয় এবং ৭টি চারের সাহায্যে ৩৯ বলে শতরান করেন। ১৩তম ওভারে মাথিশা পথিরানার বলে ২২ রান নেন প্রিয়াংশু। ৪২ বলে ১০৩ রান করে নূর আহমেদের বলে আউট হন। ডাগআউটে ফেরার সময় তাঁকে কুর্নিশ জানায় সতীর্থ এবং পাঞ্জাবের কর্ণধাররা। আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতরান। একনম্বরে রয়েছেন ইউসুফ পাঠান। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৭ বলে শতরান করেছিলেন তিনি। একটুর জন্য সেই রেকর্ড ভাঙতে পারলেন না প্রিয়াংশু। শতরানে পৌঁছতে দুটো বল বেশি নেন। কিন্তু কে এই প্রিয়াংশু আর্য?
দিল্লির আক্রমনাত্মক ওপেনারকে এবার আইপিএলের মেগা নিলামে ৩.৮ কোটিতে কেনে পাঞ্জাব কিংস। দিল্লির প্রিমিয়ার লিগের প্রথম বছরই সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। সাউথ দিল্লি সুপারস্টার্জের হয়ে দশ ইনিংসে ৬০৮ রান করেন। বছরের শুরুতে দিল্লি প্রিমিয়ার লিগে এক ওভারে ছটি ছক্কা হাঁকিয়ে নজর কাড়েন প্রিয়াংশু। এই ধারাবাহিকতা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও অব্যাহত রাখেন। দিল্লির সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। ৭ ইনিংসে ২২২ রান করেন। গড় ৩১.৭১। স্ট্রাইক রেট ১৬৬.৯১। আগের বছর নিলামে উঠলেও, তাঁকে কেউ কেনেনি। হতাশ হয়েছিলেন। এই প্রসঙ্গে প্রিয়াংশু বলেন, 'অবিক্রিত থাকায় আমার খুব খারাপ লেগেছিল। এবছর নিলাম থেকে আমার প্রত্যাশা অনেক বেশি ছিল। তবে আমি সেটা নিয়ে ভাবছিলাম না। সৈয়দ মুস্তাক আলি টি-২০ তে ফোকাস করি। তারপর আমাকে পাঞ্জাব কিংস নেয়। আমি উচ্ছ্বসিত হয়ে যাই। তবে অন্যান্য টুর্নামেন্টে ফোকাস করায় আমি সেলিব্রেট করতে পারিনি। আমি খুব শীঘ্রই উদযাপন করব।' ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম শতরান করে রেকর্ডবুকে নাম তুলে ফেললেন এই অজ্ঞাত তরুণ।
